cold-drink-omelette-street-food-kolkata

ব্যুরো নিউজ, ১১ অক্টোবর :খাবার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে অনেকেই এগিয়ে আসেন। আর সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ধরনের ভিডিয়ো এখন সাধারণ একটি দৃশ্য। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে কলকাতার ফুটপাতে একজন খাবার বিক্রেতা ডিমের অমলেট বানাচ্ছেন—কিন্তু সাধারণ উপকরণের বদলে তিনি ব্যবহার করছেন কোল্ড ড্রিঙ্ক!

সুস্মিতা সেনের দুর্গাপুজো উদযাপন

অদ্ভুত রেসিপি

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিক্রেতা প্রথমে পুরো বোতল ফ্যান্টা গরম প্যানে ঢালেন। এরপর তিনি বেশ কয়েকটি ডিম ফাটিয়ে পানিতে মিশিয়ে দেন। স্বাদ অনুযায়ী নুন যোগ করার পর, তিনি খুন্তি দিয়ে মিশ্রণটি নাড়তে থাকেন। ফ্যান্টার কারণে অমলেটের রঙ হয়ে যায় উজ্জ্বল কমলা।

মিঠুন চক্রবর্তীর স্মরণীয় দিন ‘শাস্ত্রী’ মুক্তি ও দাদাসাহেব ফালকে পুরস্কার

পরে তিনি টমেটো, পেঁয়াজ, লঙ্কা এবং ধনেপাতা যোগ করেন, যা অমলেটকে আরও সুস্বাদু করে তোলে। শেষমেশ, এই অদ্ভুত রেসিপিটির নাম দেওয়া হয় “অরেঞ্জ আন্ডা ভূর্জি”।

ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ১৮০ মিলিয়ন দর্শক দেখেছেন। অনেক নেটিজেন মন্তব্য করেছেন যে এই খাবারটি ব্রেকফাস্টের জন্য নিখুঁত সমাধান এবং তেলের অভাব হলে কোল্ড ড্রিঙ্ক দিয়ে রান্না করা যায়। কিছু দর্শক এই অদ্ভুত খাবারের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন, যা সত্যিই নতুন কিছু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর