ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর :দুর্গা পূজা আর মাত্র দশ দিন বাকি।এই সময়ে ত্বকের জেল্লা ফেরান খুবই চাপের হয়ে যায়। পুজোর দিনগুলোতে মেকআপ দিয়ে ত্বকের খুঁত ঢেকে দিতে পারেন। কিন্তু ত্বক যদি প্রকৃতপক্ষে উজ্জ্বল না হয়, তাহলে সেই মেকআপের কাজ কিছুটা অসফল হতে পারে। তাই সঠিক স্কিন কেয়ারই হতে পারে আপনার ভরসা।পুজোর সময় পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে ত্বকের সমস্যা কমবে এবং ত্বক থাকবে উজ্জ্বল ও স্বাস্থ্যকর। তাই এখন থেকেই নারকেল তেলের এই বিশেষ যত্ন নিন এবং পুজোর সময় আত্মবিশ্বাসী হয়ে উঠুন।
পিতৃপক্ষের দোষ কাটাবেন কি করে? জানেন কি
নারকেল তেলের যাদু
সদ্যোজাত শিশুর দায়িত্ব নিলেন এক বৃহন্নলা
ত্বকের সঠিক যত্ন নিতে হলে ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং এই তিনটি ধাপ পালন করা বিশেষ জরুরি। তবে, এই ক’দিন রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা নারকেল তেল লাগালে পুজোর দিনগুলোয় আপনার চিন্তা অনেকটাই কমবে। নারকেল তেল ত্বকের হাল ফিরিয়ে দিতে পারে মাত্র ৭ দিনের মধ্যে।
স্নানের সময় নিয়মিত নারকেল তেল লাগালে হাতে-পায়ে পড়া ট্যানও কমে যাবে। যদি সারা সপ্তাহ সময় না পান, অন্তত ছুটির দিনগুলোতে নারকেল তেল ব্যবহার করুন। নারকেল তেলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে, যা ত্বকের সংক্রমণ সারিয়ে তুলতে সাহায্য করে।
অষ্টমীর অঞ্জলী কখন দেবেন? সময়সূচি জানেন তো
রাতে ঘুমানোর আগে কয়েক ফোঁটা নারকেল তেল ত্বকে মালিশ করুন। নারকেল তেলের ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই ত্বকের কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে এবং বার্ধক্যকে ঠেকাতে সাহায্য করে।মুখের ত্বকের পাশাপাশি ঠোঁটেও নারকেল তেল লাগাতে ভুলবেন না। এতে ঠোঁট ফাটার সমস্যা দূর হবে এবং ঠোঁট পাবে গোলাপি ও কোমল ভাব।