উত্তরে কাঞ্চনজঙ্ঘার ডাক

ব্যুরো নিউজ, ১ ডিসেম্বর : দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ শীতের আগমনকে খানিকটা বাধা দিচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহের শুরুতে বেশ কয়েকটি জেলায় মেঘাচ্ছন্ন আকাশ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি থাকলেও সপ্তাহান্তে তা কমে শীতের আমেজ ফিরবে বলে পূর্বাভাস।

বিক্রান্ত মাসে অভিনয় ছেড়ে দিচ্ছেন? ৩৭ বছর বয়সে অবসর নেওয়ার ঘোষণা করলেন কেন?

কিছু জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি

উত্তরবঙ্গে আবহাওয়া বেশ অনুকূল। ঝকঝকে আকাশ আর কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দৃশ্য দেখা যাবে। সকালবেলা হালকা কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়লে তা সরতে শুরু করবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহের মতো কিছু জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি।কলকাতা সহ দক্ষিণবঙ্গে সকালে হালকা ধোঁয়াশা বা কুয়াশা দেখা যাবে। তবে পরে আকাশ পরিষ্কার হবে। কিছু জেলায় যেমন পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে কুয়াশা বেশি থাকতে পারে।ঘূর্ণিঝড় ফেনজলের অবশিষ্টাংশ উত্তর তামিলনাড়ুতে অবস্থান করছে যা নিম্নচাপে পরিণত হয়েছে। এছাড়াও উত্তর ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এবং জেট স্ট্রিম উইন্ড দক্ষিণবঙ্গের শীতের গতিকে কিছুটা ব্যাহত করছে। তবে সপ্তাহান্তে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

মগরাহাটে রক্তাক্ত ব্যবসায়ী উদ্ধার, খুনের চেষ্টার অভিযোগ

কলকাতায় আপাতত আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫০-৯০ শতাংশ।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর