এবার বন্ধ হতে চলেছে খোলাবাজারে মুরগির মাংস বিক্রি

ব্যুরো নিউজ,১৮ জানুয়ারি:কলকাতার পুরসভার অধিবেশনে বিরোধী কাউন্সিলর মিনা দেবী পুরোহিতের তোলা প্রশ্নের প্রধান বিষয় ছিল খোলা বাজারে যে যেভাবে মুরগির মাংস জনসমক্ষে বিক্রি করা হচ্ছে তা পরিবেশ এবং বৃষ্টির দূষণের সৃষ্টি করছে। এর ফলে যেমন মশার উৎপাত বৃদ্ধি পাচ্ছে এছাড়াও প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে আশেপাশের অঞ্চলে।এই সমস্যার কথা স্বীকার করে নিয়ে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান শীঘ্রই কলকাতা পুরসভা আগামী দিনে এই খোলা বাজারে মুরগি মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি ও কিছু বিশেষ নিয়ম আনতে চলেছে।

মহাকুম্ভে ‘সুন্দরী সাধ্বী’ হর্ষার জটা রহস্য ফাঁস, ভাইরাল বিউটি পার্লারের ভিভিও 

প্রতিকারে পদক্ষেপের আর্জি

যেরকম ভাবে কালো কাচের আড়ালে পাঁঠার মাংস বিক্রি করা হয় যাতে তা মানুষের অসুবিধা সৃষ্টি না করে সেরকম ভাবেই যাতে মুরগির মাংস বিক্রি করা যায় সে ব্যাপারে পুরোসভা এক নির্দেশিকা জারি করতে চলেছে এবং তার বিস্তারিত রুপরেখা তৈরি করতে পুরসভা সচেষ্ট হয়েছে। আগামী দিনে এই নির্দেশিকা যদি কার্যকর হয় তাহলে খোলা বাজারে যেভাবে মুরগির মাংস বিক্রি করা হচ্ছে তা বন্ধে মুরগির মাংস বিক্রেতাদের এক বিকল্প ব্যবস্থার সুযোগ করে দেবে কলকাতা পুরোসভা। ডেপুটি মেয়র অতীন ঘোষ আরো জানান আশা করা যায় আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান করে দেওয়া সম্ভব হবে।এদিন পুরসভার আলোচনায় মুরগির মাংসর প্রসঙ্গটি উত্থাপন করেন বিজেপি কাউন্সিলর মিনাদেবী পুরোহিত। বিজেপি কাউন্সিলর বলেন, “মাংস খোলা বিক্রি হওয়ায় দু্র্গন্ধ ও মশার সংখ্যা বাড়ছে।” এর প্রতিকারে পদক্ষেপের আর্জি জানান তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণা, নতুন মুখ যশস্বী জয়সওয়াল

সমস্যার কথা স্বীকার করে নিয়ে পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, যেভাবে অনেকেই মুরগি নিয়ে রাস্তায় বসে পড়ছেন আর বিক্রি করছেন। তাতে এটা আটকানো কঠিন হয়ে যাচ্ছে। তুলনামূলকভাবে পাঠার মাংসর দোকান কাচ দিয়ে ঘেরা থাকে।এরপরই অতীন জানান, খোলা বাজারে চিকেন বিক্রিকে নিয়ন্ত্রণ করতে শীঘ্রই একাধিক নির্দেশিকা জারি করা হবে। একই সঙ্গে মীনাদেবীর ওয়ার্ডে এক সপ্তাহের মধ্যে মুরগির মাংস বিক্রির সমস্যার সমাধান করা হবে বলে জানান ডেপুটি মেয়র।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর