চিনা হ্যাকারদের হানা

ব্যুরো নিউজ,৩১ ডিসেম্বর:চিনা হ্যাকাররা এবার আমেরিকার অর্থ দফতরের সিস্টেমে হানা দিয়েছেন। সোমবার, আমেরিকার অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, চলতি মাসের শুরুতে অজানা হ্যাকাররা তাঁদের সিস্টেমে আক্রমণ করেন। এই হামলার ফলে দফতরের কর্মীদের কম্পিউটার সিস্টেমে গোপনে প্রবেশ করেছিলেন হ্যাকাররা। তাঁদের একমাত্র উদ্দেশ্য ছিল তথ্য চুরি করা। এই আক্রমণের জন্য দায়ী করা হচ্ছে চিনের ‘সরকার মদতপুষ্ট’ হ্যাকারদের।

নায়ক বদলের গল্পঃ সৌম্য থেকে অর্পণ, কী কারণ?

এফবিআইকেও বিষয়টি জানানো হয়

আমেরিকার অর্থ দফতর জানায়, এই হামলা কিভাবে ঘটেছে তার বিস্তারিতও প্রকাশ করা হয়েছে। সাইবার নিরাপত্তা পরিষেবা প্রদানকারী সংস্থা ‘বিয়ন্ডট্রাস্ট’-এর মাধ্যমে হ্যাকাররা সিস্টেমে প্রবেশ করেন। তারা একটি ক্লাউড-ভিত্তিক প্রযুক্তি পরিষেবার সাহায্যে হামলা চালিয়েছিল। অর্থাৎ, ওই পরিষেবা ব্যবহৃত হয়েছিল, যার মাধ্যমে হ্যাকাররা কোনো একভাবে অর্থ দফতরের সিস্টেমে ঢুকে পড়েন।এটি আমেরিকার জন্য একটি বড় সাইবার হামলা হিসেবে গণ্য করা হচ্ছে, এবং এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। অর্থ দফতরের পক্ষ থেকে জানানো হয় যে, সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সমস্ত সংশ্লিষ্ট সংস্থাগুলিকে অবগত করা হয়েছে। এই আক্রমণ সম্পর্কে জানাজানি হওয়ার পর, দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং সিআইএসএ (CISA) এবং এফবিআইকেও বিষয়টি জানানো হয়।

তাদের সম্পর্ক ভাঙছে আর কারা প্রেমের জোয়ারে ভাসবেন জেনে নিন

৮ ডিসেম্বর ‘বিয়ন্ডট্রাস্ট’ নামক সাইবার নিরাপত্তা সংস্থা প্রথমে আমেরিকান অর্থ দফতরকে হামলার বিষয়ে সতর্ক করে। এরপরই আমেরিকা তৎপর হয়ে ওঠে এবং দ্রুত সমস্ত নিরাপত্তা ব্যবস্থা পুনঃমূল্যায়ন করতে থাকে। তবে, জানা গেছে যে হ্যাকাররা দ্বিতীয়বার হামলা চালানোর চেষ্টা করেনি। অর্থাৎ, সিস্টেম সুরক্ষিত করা সম্ভব হয়েছে।এখন প্রশ্ন উঠছে, এ ধরনের হামলার পর আমেরিকার নিরাপত্তা কতটুকু শক্তিশালী এবং ভবিষ্যতে এ ধরনের আক্রমণ থেকে কিভাবে আরও সতর্ক থাকতে পারবে দেশ?

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর