ব্যুরো নিউজ ১৪ মে: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার আবহে অপারেশন ‘সিঁদুর’ নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে কড়া পদক্ষেপ নিল ভারত সরকার। চিনের দুই রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ এবং ‘শিনহুয়া’-র এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডল ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ হয়েছে তুরস্কের সংবাদমাধ্যম ‘টিআরটি ওয়ার্ল্ড’-এর এক্স হ্যান্ডলও। অপারেশন সংক্রান্ত ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগেই এই পদক্ষেপ বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
বইমেলায় হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনঃ বিতর্কের ঝড়
অপারেশন সিঁদুর নিয়ে ভুয়ো খবর ছড়ানোয়
ভারত-আমেরিকা বাণিজ্যিক সুসম্পর্কঃ ২০টি পণ্যের উপর চড়া শুল্ক প্রত্যাহার
সম্প্রতি ভারতের প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে চালায় গোপন অভিযান ‘অপারেশন সিঁদুর’। সেই অভিযানের পরই পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে দাবি করা হয়, পাকিস্তানের বাহাওয়ালপুরে ভারতের একটি রাফাল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। এই দাবির পক্ষে কিছু ছবি ও ভিডিও পোস্ট করে প্রমাণ দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) দ্রুত জানিয়ে দেয়, ভাইরাল হওয়া সেই ছবিগুলি আসলে ২০২১ সালের একটি ঘটনার। পঞ্জাবের মোগা জেলায় একটি মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনায় ভেঙে পড়েছিল—ছবিগুলি সেই সময়কার। ফলে রাফাল ভূপাতনের দাবি পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর।
দ্বিতীয় জমানায় ট্রাম্পের দক্ষিণ আফ্রিকা নিয়ে সতর্কতাঃ আর্থিক সাহায্য বন্ধের হুঁশিয়ারি
এই ভুয়ো তথ্য ছড়ানোর সঙ্গে যুক্ত ছিল চিনের ‘গ্লোবাল টাইমস’ এবং ‘শিনহুয়া’ সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডলও। মঙ্গলবার চিনে অবস্থিত ভারতীয় দূতাবাস ‘গ্লোবাল টাইমস’-কে সতর্ক করে জানায়, অপারেশন সিঁদুর সম্পর্কিত কোনও তথ্য প্রকাশের আগে যেন তা যাচাই করা হয়। দূতাবাস জানায়, পাকিস্তান ঘেঁষা একাধিক এক্স হ্যান্ডল থেকে অপারেশন সিঁদুর নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা যাচাই না করে প্রচার করা সাংবাদিকতার নীতিবিরোধী। চিন ছাড়াও তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ‘টিআরটি ওয়ার্ল্ড’-এর এক্স হ্যান্ডলও একই ধরনের ভুয়ো তথ্য ছড়িয়েছে বলে অভিযোগ। এরপরই ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে তিনটি এক্স হ্যান্ডল নিষিদ্ধ করা হয়।
সরকারি এই পদক্ষেপের মাধ্যমে ভারত পরিষ্কার বার্তা দিতে চায় যে, জাতীয় নিরাপত্তা বা সেনা সংক্রান্ত বিষয় নিয়ে ভুয়ো খবর ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিদেশি সংবাদমাধ্যমের ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য। অপারেশন সংক্রান্ত তথ্য প্রচারের ক্ষেত্রে দায়িত্ববান ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার দাবিও তোলা হয়েছে। এই পদক্ষেপ শুধু সেনা সংক্রান্ত ভুয়ো খবর রুখতেই নয়, বরং ভারতীয় সমাজমাধ্যম ব্যবস্থাকে নিরাপদ রাখার বড় দৃষ্টান্ত বলেও মনে করছেন বিশেষজ্ঞেরা।