সারোগেসির

ব্যুরো নিউজ ১৫ নভেম্বর : সিআইডি সম্প্রতি অন্তঃরাজ্য শিশু পাচারের একটি চক্রের সন্ধান পেয়েছে। যেখানে সারোগেসিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বিহার থেকে হাওড়ার শালিমার স্টেশনের কাছে উদ্ধার হওয়া একটি শিশুর জন্ম সারোগেসির মাধ্যমে হয়েছে বলে জানিয়েছে সিআইডি। এই ঘটনায় ঠাকুরপুকুরের বাসিন্দা দম্পতি মানিক সরকার ও মুকুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

শীতকালে ত্বকের টান টান ভাব বজায় রাখুন টমেটোর এই ফেসপ্যাকগুলি দিয়ে!

টাকার লোভ দেখিয়ে মা হতে বাধ্য

তদন্তে জানা যায় বিহারের এক ডিভোর্সি মহিলাকে টাকার লোভ দেখিয়ে সারোগেট মা হতে বাধ্য করা হয়। মুকুল সরকার যিনি একটি আইভিএফ সেন্টারে কাজ করতেন এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন। কলকাতা ও আশেপাশের নিঃসন্তান দম্পতিদের কাছ থেকে সন্তান দত্তক নেওয়ার নামে ‘অর্ডার’ নেওয়া হত। এরপর আর্থিকভাবে দুর্বল মহিলাদের সারোগেসির মাধ্যমে মা বানানো হতো । জন্মানো শিশুকে বিহার থেকে কলকাতায় এনে বিক্রি করা হতো। এই চক্রটি গত পাঁচ বছর ধরে সক্রিয় ছিল। মানিক সরকার এই পাচারের প্রধান পরিকল্পনাকারী বলে ধারণা করা হচ্ছে। এখনও পর্যন্ত কতগুলি শিশু এইভাবে পাচার করা হয়েছে তা খতিয়ে দেখছে সিআইডি। এছাড়াও এই চক্রের সঙ্গে অন্য কোনও ব্যক্তি বা সংস্থা জড়িত কিনা তা তদন্তের আওতায় রয়েছে।

হোয়াটসঅ্যাপে বিয়ের নিমন্ত্রণ পাঠিয়ে ফাঁদ ! এক ক্লিকেই সব শেষ

সিআইডি এখন চক্রের অন্য সদস্যদের খোঁজ চালাচ্ছে এবং এই পাচার রুখতে আইভিএফ সেন্টারগুলোর কার্যক্রম কড়া নজরদারির মধ্যে আনতে চাইছে। পাশাপাশি, যারা নিঃসন্তান দম্পতিদের এমন অবৈধ প্রক্রিয়ার দিকে ধাবিত করেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সারোগেসির নামে এই ধরনের অপরাধ শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, এটি শিশু পাচারের মতো গুরুতর অপরাধ। তাই কোনও শিশুকে দত্তক নেওয়ার আগে আইনি প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা আবশ্যক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর