ব্যুরো নিউজ,২৮ অক্টোবর:আগামী ১০ই নভেম্বর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণ করবেন। এ অবস্থায়, রাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ মামলার ভবিষ্যৎ নিয়ে রাজ্যবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই মামলাগুলির মধ্যে প্রথমটি হল আর জি কর মামলা। দ্বিতীয়টি হলো কলকাতা হাইকোর্টের রায় প্রায় ২৫ হাজার স্কুল শিক্ষক ও কর্মচারীর চাকরি বাতিলের মামলা। তৃতীয় মামলাটি হল কলকাতা হাইকোর্টের রায় ২০১০ সালের পরে রাজ্যের দেওয়া ওবিসি শংসা পত্র বাতিল হয়ে যাওয়ার মামলা।
অমিত শাহের বঙ্গ সফরঃ মহিলাদের সুরক্ষার নতুন বার্তা
প্রশ্ন উঠেছে
আইনজীবীদের মতে, প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে আর জি কর মামলার শেষ শুনানি ৫ই নভেম্বর হতে পারে। তবে, ওবিসি সংক্রান্ত মামলাটি প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি হবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। এই মামলার পরবর্তী সম্ভাব্য শুনানি ২৬শে নভেম্বর হতে পারে।এছাড়া, এসএসসি মামলারও শুনানি ৫ই নভেম্বর নির্ধারিত হয়েছে।
ফলে, একই দিনে আর জি কর এবং এসএসসি মামলার শুনানি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে হবে। কিন্তু প্রধান বিচারপতির ১০ ই নভেম্বর অবসর গ্রহণের পর, এসব মামলার শুনানির কি হবে? তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে, রাজ্যের মানুষ এবং সংশ্লিষ্ট পক্ষগুলি মামলাগুলোর নিষ্পত্তির দ্রুততা ও ন্যায় বিচার প্রত্যাশা করছেন।