চেন্নাইয়ের জলে বিষ!

ব্যুরো নিউজ,৬ ডিসেম্বর:তামিলনাড়ুর চেন্নাই লাগোয়া পাল্লাভরম এলাকায় পানীয় জলে নর্দমার দূষিত জল মিশে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি এই দূষিত জল পান করার ফলে তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৩ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মালামেডু, মারিয়াম্মান কোভিল স্ট্রিট ও মুথালাম্মান কোভিল স্ট্রিট থেকে বেশি সংখ্যক আক্রান্তের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ কাণ্ডে ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলনা করে মুখ্যমন্ত্রী যোগীর মন্তব্যে বিতর্ক

প্রশাসনকে তৎপর হতে বলা হয়েছে


আক্রান্তদের স্থানীয় হাসপাতাল ও সরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বাসিন্দাদের নলবাহিত জল পান না করার জন্য সতর্ক করা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জল দূষণের বিষয়টি এখনও নিশ্চিত নয়। রাজ্যের মন্ত্রী টিএম অনবারাসন সরেজমিনে পরিদর্শন করেছেন এবং অবিলম্বে মেডিক্যাল ক্যাম্প স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন ‘এখনও স্পষ্ট নয় এই ঘটনা পানীয় জলের দূষণের কারণে নাকি খাদ্য বিষক্রিয়ার জন্য ঘটেছে। তদন্ত চলছে। যদি পানীয় জলই দূষিত হয়ে থাকে তাহলে পুরো এলাকায় বিপদ তৈরি হতে পারে।’

ওড়িশায় কঠোর গোহত্যা আইনঃ অসমের পথে হাঁটতে চলেছে নবীন পট্টনায়কের সরকার

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদল ডিএমকে-কে আক্রমণ করেছে বিরোধী দল।বিরোধী নেতা এডাপ্পাডি কে পালানিস্বামী অভিযোগ করেছেন যে শাসকদল জনগণকে নিরাপদ পানীয় জল সরবরাহ করতেও ব্যর্থ। সাইক্লোন পরবর্তী পরিস্থিতিতে জল সরবরাহ ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।এই জল দূষণ কাণ্ড নিয়ে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে আর বিষয়টি দ্রুত সমাধান করার জন্য প্রশাসনকে তৎপর হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর