ব্যুরো নিউজ, ১৭ মে: প্রতি বছরের মত এবছরও অক্ষয় তৃতীয়ার দিন খুলে গিয়েছে কেদারনাথ, বদ্রীনাথ মন্দির। আর তারপর থেকেই হাজার হাজার ভক্তদের সমাগম। প্রথম ৬ দিনেই দেশ-বিদেশ থেকে ৩ লক্ষ ৩৪ হাজার ৭৩২ জন দর্শন করেছেন।
ঘুরে আসি :প্রাকৃতিক শোভা উপভোগ করতে ঘুরে আসুন ধোতরে
শুরু হয়েগেছে চারধাম যাত্রা। আর যাত্রা শুরু হতে না হতেই একের পর এক বিপদও ঘটে গিয়েছে। ৫ দিনে ১১ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়ের চাপে বন্ধ করা হয় নতুন করে অফলাইন রেজিস্ট্রেশন। শুধু তাই নয়, ভিআইপি দর্শনও বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও ভিডিয়োগ্রাফি ও রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরাখণ্ড সরকার।
জানানো হয়েছে, আগামী ৩১ মে পর্যন্ত চারধামে ভিআইপি দর্শন বন্ধ থাকবে। অতিরিক্ত পুণ্য়ার্থীর ভিড় নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত। এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব রাধা রাতুরি। এছাড়াও মন্দির চত্বরে ভিডিয়ো ও রিলস বানানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্দির চত্বরের ৫০ মিটারের মধ্যে ভিডিয়োগ্রাফি ও রিলস বানানো যাবে না। কারন ভিডিয়ো বানাতে গিয়ে মন্দির চত্বরে যথেষ্ট ভিড় বাড়ছে। ভিড়ের কারনে অন্যান্য দর্শনার্থীদেরও সমস্যায় পরতে হচ্ছে। তাই মন্দির চত্বরের ৫০ মিটারের মধ্যে কোনও রকম ভিডিয়ো করা যাবে না বলে জানানো হয়েছে।
যদি কেউ রিলস বানাতে গিয়ে বা ধরা পড়েন, এমনকি মন্দির সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য প্রচার করতে গিয়ে ধরা পড়েন তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।