চন্দননগরে জগদ্ধাত্রী

ব্যুরো নিউজ, ৯ নভেম্ববর :চন্দননগর শহরে এবার জগদ্ধাত্রী পুজোর সময় ফেরি পারাপারের ভাড়া বাড়ানো নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সাধারণত ৯ টাকা ভাড়া থাকা লঞ্চের টিকিট এবারের পুজোর সময় ১৫ টাকা করা হয়। যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। নানা কটূক্তি ও ব্যঙ্গের মধ্যে পড়ে। তারপর চন্দননগর কর্পোরেশন ভাড়া কমিয়ে ১৩ টাকা করার ঘোষণা দেয়।

ট্রেন মিস হলে কী করবেন? জেনারেল টিকিটেই কীভাবে অন্য ট্রেনে উঠবেন জেনে নিন

বাড়তি ভাড়া নিয়ে সমালচনা

এ বিষয়ে চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী জানান, পুজোর সময় শহরে দর্শনার্থীদের চাপ অনেক বেশি থাকে। আর সেই সময় নিরাপত্তা এবং আলোর ব্যবস্থা করতে অতিরিক্ত লোক নিয়োগ করতে হয়। এর জন্য বাড়তি খরচ হয় তাই ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। তবে সামাজিক মাধ্যমে সমালোচনার পর ১৫ টাকার ভাড়া কমিয়ে ১৩ টাকা করা হয়েছে।

জগদ্ধাত্রী পুজো কি বাংলায় বৃষ্টি হবে? কি বলছে আবহাওয়া দপ্তর

প্রতিবছরই জগদ্ধাত্রী পুজোর সময়ে বহু মানুষ ট্রেন, গাড়ি, এমনকি লঞ্চে করে চন্দননগরে আসেন। এবারও উত্তর ২৪ পরগনার বিভিন্ন অঞ্চল থেকে বহু দর্শনার্থী পুজোর দর্শন করতে চন্দননগরে আসেন। সাধারণ সময় ৯ টাকা হলেও পুজোর বিশেষ দিনে লঞ্চের ভাড়া ১৫ টাকা করায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। তবে কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, পুজোর সময় নিরাপত্তা, সাফাই ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার জন্য এ বাড়তি খরচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর