ব্যুরো নিউজ,১২ নভেম্বর:বিশ্ব ক্রিকেটে এক অন্যতম বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফি।আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে এই প্রতিযোগিতা আয়োজনের কথা ছিল, তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানে গিয়ে এই প্রতিযোগিতা খেলতে রাজি নয়।এর ফলে চরম অস্বস্তিতে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি সভাপতি মোহসিন নাকভি বলছেন, যদি ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ দেশে আয়োজনের পরিকল্পনা করা হয়, তবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে না।
হরিশ্চন্দ্রপুরের স্কুলে ট্যাবের বরাদ্দ টাকা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ, উদ্ধার মদের বোতল
কীভাবে এই সঙ্কটের সমাধান হবে?
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার পিসিবি-কে নির্দেশ দিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার জন্য। পিসিবি যদিও তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে, তারা ‘হাইব্রিড মডেল’-এ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য প্রস্তুত নয়। আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) পাকিস্তানকে পুরো খরচ দিতে রাজি হলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই মডেলকে মেনে নিতে নারাজ।আইসিসির পরিকল্পনা অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে, ভারত পাকিস্তানে গিয়ে খেলতে না চাওয়ায় আইসিসি অন্য উপায় ভাবছে। যদি পাকিস্তান হাইব্রিড মডেল নিয়ে সম্মত না হয় এবং ভারত তাদের দেশে খেলতে না আসে, তবে আইসিসি পুরো প্রতিযোগিতাটি অন্য কোনও নিরপেক্ষ দেশে সরিয়ে নিতে পারে। শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি, বা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর নাম উঠে আসছে, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা বলা হচ্ছে।
কানাডার মন্দিরে খলিস্তানি হামলা, আতঙ্কে বাতিল হিন্দু ক্যাম্প
চলতি বছরে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হওয়ার কথা থাকলেও, সময় সীমিত হওয়ায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলে এই প্রতিযোগিতা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। যদি সত্যিই প্রতিযোগিতা বাতিল হয়, তাহলে এটি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বড় ধাক্কা হতে পারে এবং সমর্থকদের জন্যও হতাশার কারণ হয়ে দাঁড়াবে।আগামী ১ ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান পদে জয় শাহের নিয়োগ হচ্ছে। তার কাছে এই সমস্যার সমাধানে বড় ভূমিকা নেওয়ার সুযোগ রয়েছে। সকলের চোখ এখন তার ওপর, কীভাবে তিনি এই সঙ্কটের সমাধান করেন, তা দেখতে।