central-government-appoints-8-high-court-chief-justices

ব্যুরো নিউজ,২৩ সেপ্টেম্বর:কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সম্প্রতি ৮টি হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগের কথা ঘোষণা করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি ৮ জন প্রধান বিচারপতিকে নিয়োগ/বদলি করতে পেরে খুশি।’

বুডাপেস্টে ইতিহাস রচনা;মহিলা দাবা দলে সোনা জয় ভারতের

তালিকা

সুপ্রিম কোর্ট কলেজিয়াম কেন্দ্রকে আগে থেকেই ৮টি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ পাঠিয়েছিল। তবে কেন্দ্র তা অনুমোদন না দেওয়ায় সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করেছিল। এই কারণে গত শুক্রবার সরকারকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত। এরপরই কেন্দ্র দ্রুত পদক্ষেপ নেয় এবং অবশেষে ৮টি হাইকোর্টের নতুন প্রধান বিচারপতিদের নাম ঘোষণা করে।নতুন নিয়োগ পাওয়া প্রধান বিচারপতিদের মধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় রয়েছেন, যাকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। অন্যান্য প্রধান বিচারপতিরা হলেন:

টর্নেডোর তাণ্ডবে মৎস্যজীবীদের ট্রলার ডুবি।৯ নিখোঁজ, ৮ উদ্ধার

১) বিচারপতি মনমোহন, যিনি দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন, তিনি এখন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন।

২) দিল্লি হাইকোর্টের বিচারপতি রাজীব শাকধেরকে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।

৩) বিচারপতি সুরেশ কাইতকে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।

৪) বিচারপতি নিতিন মধুকর জামদার কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন।

৫) জম্মু ও কাশ্মীর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তাশি রাবস্তান এখন স্থায়ী প্রধান বিচারপতি হয়েছেন।

৬) বিচারপতি শ্রীরাম কালপতি রাজেন্দ্রন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।

৭) এমএস রামচন্দ্র রাওকে হিমাচল প্রদেশ হাইকোর্ট থেকে বদলি করে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে।

বর্ষা কি আবার ফিরে আসবে?কি বলছে আবহাওয়া দফতর 

সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, শুক্রবার কেন্দ্রের কাছে নিয়োগের বিলম্বের কারণ জানতে চেয়েছিল। আইনজীবী হর্ষ বিভোর সিঙ্ঘল এই বিষয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন।এখন দেখার বিষয়, নতুন প্রধান বিচারপতিরা কীভাবে হাইকোর্টের কার্যক্রমকে আরও উন্নত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর