ব্যুরো নিউজ, ৬ এপিল: আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় নির্বাচন হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।রাজ্যে এখনও পর্যন্ত ১১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। প্রথম দফার নির্বাচনে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে কিনা সেই নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শনিবার সেই সংশয় দূর হয়েছে। বুধবারের মধ্যে রাজ্যে আরো ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বলে জানালেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। আর এই কেন্দ্রীয় বাহিনী প্রথম দফার নির্বাচনে ব্যবহার করা হবে বলে জানান তিনি।
ঠাকুরনগরে মতুয়া মেলায় ভক্তদের ঢল
প্রথম দফার নির্বাচনের আগেই আসছে কেন্দ্রীয় বাহিনী
যদিও শোনা যাচ্ছে ১ বৈশাখের আগে বা পরে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে পারে। যদিও এই বিষয়ে দিল্লি থেকে কোনও কনফার্মেশন পাননি বলে জানান রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তবে ১০ এপিলের মধ্যে রাজ্যে আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।