CENTRAL Allowance Hike

ব্যুরো নিউজ, ৭ জুলাই: এবছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার। আর এবার পুজোর আগেই ফের সুখবর পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

ইরানের নয়া প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পেজেশকিয়ানের আমলেও বজায় থাকবে ভারত-ইরানের সুসম্পর্ক?

একটি বা দুটি খাতে না বরং ১৩টি ভাতা বৃদ্ধি করতে চলেছে ভারত সরকার। সপ্তম পে কমিশনের সুপারিশের ভিত্তিতে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ ৪ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা করা হয় চলতি বছরেই। শুধু তাই নয়, সপ্তম পে কমিশনেরই নিয়ম অনুযায়ী যেই সকল কেন্দ্রীয় সরকারী কর্মদের ডিএ ৪ শতাংশ বেড়েছে তাদের অন্যান্য ভাতাগুলিও ২৫ শতাংশ বৃদ্ধি পাবে।

মোট ১৩টি ভাতা বৃদ্ধি হতে চলেছে

BJP Helpline

ডিএ-র পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এইচআরএ, শিক্ষা, পরিবহন ভাতার মতো মোট ১৩টি ভাতা বাড়তে পারে বলে জানা গিয়েছে।

গত ৪ জুলাই EPFO (এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন) এমনই সার্কুলার জারি করেছে। সেখনেই জানা গিয়েছে মোট  ১৩ টি ভাতা বৃদ্ধি হতে চলেছে। যার মধ্যে রয়েছে এইচআরএ (HRA), পরিবহণ ভাতা, বাসস্থান, ডেপুটেশন এবং স্প্লিট ডিউটি, ট্রান্সপোর্টেশন, খাবার, নিজস্ব গাড়ী, অটোরিকশা, নিজস্ব স্কুটার, পোশাক ভাতা, ​​ডেপুটেশন ভাতাও।

 https://youtu.be/Kj0E7zEMI-w

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর