
জ্ঞানবাপীতে পূজা ও আরতি বজায় থাকবে: এলাহাবাদ হাই কোর্ট
ব্যুরো নিউজ, ২ ফেব্রুয়ারি: জ্ঞানবাপী মসজিদের দক্ষিণাংশে অবস্থিত ‘ব্যাস কা তেখানা’-য় আরতি ও পুজোয় আপত্তি জানিয়ে অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি’-র তরফে এলাহাবাদ হাইকোর্টে একটি মামলা করা হয়েছিলো। এবার সেই মামলায় জ্ঞানবাপী মসজিদের তেখানায় আরতি ও পূজাপাঠ চলবে বলে জানিয়ে দিল এলাহাবাদ হাই কোর্ট। জ্ঞানবাপী মসজিদে পূজা ও আরতিতে সম্মতি এলাহাবাদ হাইকোর্টের সেই মামলায় মসজিদ কমিটি উল্লেখ করেছিল ১৯৩৭ সালে জ্ঞানবাপী



























