
ফুটবল মহলে নতুন জটিলতা আনোয়ার আলিকে নিয়ে
ব্যুরো নিউজ, ২৭ সেপ্টেম্বর :আনোয়ার আলি এখন ফুটবল মহলে চর্চার কেন্দ্রবিন্দু। সম্প্রতি দিল্লি আদালত পর্যন্ত গড়িয়েছে তার ইস্যু, আর এর মধ্যে আনোয়ার মামলার শুনানি পিছিয়ে গেছে। ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে নতুন তারিখ দেওয়া হয়েছে ১৪ অক্টোবর। হঠাৎ করে কেন এতদিন পিছিয়ে গেল? জানা গেছে, আনোয়ারের আইনজীবী পিঠের অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর এজন্য তিনি ফেডারেশনের কোঅর্ডিনেটর মিহির খেরুদকে চিঠি দিয়েছেন। বেআইনি





























