
কান চলচ্চিত্র উৎসবে অন্তিম ‘মিশন: ইম্পসিবল’ অধ্যায়র জন্য দাঁড়ানো অভিবাদন পেলেন অভিনেতা টম ক্রুজ
ব্যুরো নিউজ ১৫ই মে : কান ২০২৫-এ ঝড় তুললেন টম ক্রুজ—আক্ষরিক অর্থেই, বিস্ফোরণ, শ্বাসরুদ্ধকর স্টান্ট এবং সেই চেনা উদ্দাম যা ‘মিশন: ইম্পসিবল’-এর ভক্তরা আশা করে থাকেন। তবে এইবার, এটি কেবল আরেকটি সিক্যুয়েল নয়। ‘দ্য ফাইনাল রেকনিং’, দীর্ঘদিনের অ্যাকশন সাগার সমাপ্তি পর্ব হিসেবে চিহ্নিত, মর্যাদাপূর্ণ এই উৎসবে পাঁচ মিনিটের তুমুল হর্ষধ্বনির মধ্যে দিয়ে প্রিমিয়ার হল। বুধবারের প্রিমিয়ারটি ছিল একেবারে চমকপ্রদ ।