
শিকড়ে ফেরার চেয়ে মিষ্টি কিছু হয়? রাহুল দেখালেন কেমন করে জিতে নেয়া যায় ঘরের মাঠ!
ব্যুরো নিউজ,১১ এপ্রিল: চিন্নাস্বামী স্টেডিয়ামে যেন নিজের ছন্দেই ফিরলেন লোকেশ রাহুল। বৃহস্পতিবার বেঙ্গালুরু বনাম দিল্লি ম্যাচে শেষ বলের ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন কর্নাটকের এই তারকা ক্রিকেটার। শুধু ম্যাচ জেতাননি, সেই সঙ্গে ব্যাট দিয়ে পিচে গোল ঘুরিয়ে মাঠের মালিকানা জানান দিলেন রাহুল। হাত তুলে ইঙ্গিত করলেন—এই মাঠ তাঁরই। যেন বলে দিলেন, “এটাই আমার জায়গা!” Today petrol price: আজ