
Train accident update:”আমার ছেলেকে শেষবারের মতো কবে দেখতে পাবো?”শুভঙ্করের মৃত্যুতে মায়ের কান্না, কি বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী?
ব্যুরো নিউজ, ৩১ মার্চ : ওডিশার কটকে ঘটে গেল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। রবিবার সকাল ১১:৫৪ নাগাদ নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় বেঙ্গালুরু-কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি কামরা। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আলিপুরদুয়ারের ২২ বছর বয়সী যুবক শুভঙ্কর রায়। কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। শুভঙ্করের শেষ মুহূর্তের কথা শুভঙ্কর তাঁর মা চিত্রা রায়ের সঙ্গে বেঙ্গালুরু থেকে কামাখ্যা যাচ্ছিলেন। মা তাঁকে বলেছিলেন,



























