মঙ্গলকোটে পীরের মাজারে চাদর চাপিয়ে সূচনা কালিপুজোর
ব্যুরো নিউজ, ১১ নভেম্বর: মঙ্গলকোটে পীরের মাজারে চাদর চাপিয়ে সূচনা কালিপুজোর পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে একদা মুঘল সম্রাট শাহজাহান সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির গড়ে গেছেন, তার শিক্ষা ও দীক্ষার গুরু আব্দুল হামিদ দানেশখান্দকে ( হামিদ বাঙালি) নিয়ে, সেই সম্প্রীতির মেলবন্ধন এখনও আগের মতই অক্ষত। এখানে পীরের মাজারে চাদর চাপিয়ে সূচনা হয় কালিপুজোর। কালীপুজোয় যাত্রীদের দেওয়া রেলের অতিরিক্ত লোকাল ট্রেনের উপহার