ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর: লাল-হলুদ শিবিরে ইতি টানলেন কার্লেস কুয়াদ্রাত। চলতি আইএসএলে ইস্টবেঙ্গল দলের একাধিক পরাজয়ের ফলে কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। গত কয়েক সপ্তাহে টানা তিন ম্যাচে হারের হ্যাটট্রিক করেছে ইস্টবেঙ্গল, যা সমর্থকদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে।
চলতি বছরের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তির স্বীকৃতি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
ইস্টবেঙ্গলে নতুন অধ্যায় শুরু
সৎ সাহসীকতার পরিচয় দিলেন টলিউড অভিনেতা অঙ্কুশ
ইমামি ইস্টবেঙ্গল এফসি থেকে এক অফিসিয়াল বিবৃতিতে কুয়াদ্রাতের পদত্যাগের খবর জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আপাতত দলের অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব নেবেন বিনো জর্জ। ভবিষ্যতে কে স্থায়ী কোচ হিসেবে দায়িত্ব নেবেন, সে বিষয়ে দ্রুতই ঘোষণা করা হবে।
জানা গেছে, ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বৈঠক করার পর কুয়াদ্রাত এই সিদ্ধান্ত নেন। দলের টানা পাঁচ ম্যাচের হার তার ওপর চাপ সৃষ্টি করেছে এবং সমর্থকদের মধ্যে মোহভঙ্গ হয়েছে। গত মরসুমে স্প্যানিশ কোচ কুয়াদ্রাতকে ভীষণভাবে সমর্থন করতেন ইস্টবেঙ্গল সমর্থকরা, কিন্তু বর্তমানে তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
সল্টলেকে ছাত্রের রহস্যজনক মৃত্যুতে নতুন তথ্য
সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে এফসি গোয়ার কাছে হারের পর গ্যালারিতে ‘গো ব্যাক কার্লেস’ স্লোগান শোনা যায়, যা কুয়াদ্রাতের পদত্যাগের কারণ হিসেবে কাজ করেছে।
এখন দেখার বিষয়, ইস্টবেঙ্গল নতুন কোচের মাধ্যমে কীভাবে তাদের পারফরম্যান্সে উন্নতি ঘটায়। নতুন দায়িত্ব নিয়ে আসা বিনো জর্জ কতটা সফল হতে পারবেন, সেটাই আপাতত সমর্থকদের কাছে একটি বড় প্রশ্ন। ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ যেন এই নতুন অধ্যায়ের হাত ধরে এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যায়।