ব্যুরো নিউজ, ২৩ ফেব্রুয়ারি: একেই বলে বুমরাতঙ্ক। ভারত- ইংল্যান্ড ৫ টেস্টের সিরিজে ৩ টি তেই বুমরার বোলিংয়ের সামনে গুটিয়ে গেছিলেন জো রুট। আর বুমরাকেই বারে বারে উইকেট দিয়ে ফিরে এসেছেন। ভরত সফরে এসে তার রানের ছিরি দেখে প্রাক্তন ব্রিটিশ ক্রিকেট তারকারাও কড়া সমালোচনা করেছেন । বাস্তবিক বুম বুম বুমরা আগুনে বোলিং আর মারাত্মক সুইংয়ে জেরবের ওই ব্রিটিশ ব্যাটার সেদিয়ে ছিলেন গর্তে। আর বুমরাকে বিশ্রাম দিতেই রাঁচিতে খোলস ছেড়ে বেরলেন রুট। ২৫০ -এরও বেশি বল খেলে সেঞ্চুরি করলেন আর তাতেই চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান কিছুটা পাতে দেওয়ার মোট হল। তবে, প্রথম দিনে চা-পানের বিরতির পড়ে ৭ টি উইকেট হারায় ইংল্যান্ড। ভারতের হয়ে বল কোরতে নেমে প্রথম দিনেই ডেভিউকে ছাপ রাখলেন আকাশদীপ। বুমরার অভাব অনেকটাই ঢেকে দিয়েছিল আকাশদীপ।
IND-ENG TEST 2024: নো-বলে হার মানেননি আকাশদীপ | জবাবে তিনটি উইকেট
রাঁচির উইকেট কালো মাটির। সেখানে পেসাররা খুব বেশি বল ঘোরাতে পারবেন এমন আশা কম। বিশেষজ্ঞরা বলছেন যত সময় এগবে ততই পিচ স্লো হয়ে পরবে। ফলে স্পিনাররা সুযোগ পাবে আনেকটাই। ভারতের ৩ স্পিনার কুলদীপ সিং, অশ্বিন ও জাদেজা উইকেট পেলে ম্যাচ কিন্তু ভারতের মুঠোয় থাকতে পারে। তবে সেক্ষেত্রে ভারতের শুরুর ৪ ব্যাটসম্যানকেই রানের মধ্যে থাকতে হবে। ইংল্যান্ডের প্রথম ইনিংস ৩০০ রানের আশপাশে আটকে রাখলে ভারত প্রথম ইনিংসে ব্যাট কোর্টে নেমে বড় রানের বোঝা চাপিয়ে দিলে তৃতীয় টেস্টের ছবির পুনরাবৃত্তি হতে পারে। বলা বাহুল্য ভারত সেই ছকি কষবে। তবে ব্রিটিশ দলও ৩ স্পিনারকে দিয়ে বল করাতে মরিয়া। ইংল্যান্ডের স্পিন অ্যাটাকে থাকতে পারে জো রুটও। বল হাতে প্রয়জনে দেখা যেতে পারে বেন স্টোকসকেও। ওপর দিকে ৬৯৬ উইকেট নিয়ে সাতশ-র গণ্ডী ছুঁতে মুখিয়ে আছে ব্রিটিশ পেসার অ্যান্ডারসান। টেস্ট ক্রিকেটে এভাবে ৭০০ উইকেটের গণ্ডী ছোঁয়া কম কথা নয়। তার বলে রয়েছে রয়েছে অসম্ভব রিভার্স সুইং। তবে ভারতের পেস বোলিংয়ের নেতৃত্বে থাকা মহম্মদ সিরাজ দিনের শুরু থেকেই ছাপ রেখে গেলেন। যেভাবে ইংল্যান্ডের সপ্তম উইকেটে ব্যাটসম্যানের অফ ষ্ট্যাম্পের বেল ব্যাটকে ফাকি দিয়ে উড়িয়ে দিলেন তাতে ইংল্যান্ড ব্যাটসম্যানদের দ্বিতীয় ইনিংসে খানিকটা হলেও চাপ বাড়াবে।