ব্যুরো নিউজ,২আগস্ট: বন্ধুবান্ধব একসঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। গল্পগুজব চলছিল। আর সেই সময়েই আরেক যুবক হাতে বন্দুক নিয়ে সেখানে উপস্থিত হয়। তখনো পর্যন্ত ঠিক ছিল। হঠাৎ দেখা যায়, ওই যুবক খেলার ছলে হাতের মধ্যেই সেই বন্দুকটি এদিক ওদিক নাচাতে শুরু করে।
হঠাৎ গুলি চললো আড্ডার মাঝে, কি ঘটলো তারপর?
ইডির নজরে এবার রাহুল গান্ধী?এক্স হ্যান্ডেলে গভীর রাতে নিজেই জানালেন সেই কথা
সেই সময় আড্ডা দিচ্ছিলেন যে সমস্ত বন্ধু-বান্ধবরা, তাদের মধ্যে এক যুবক ওই বন্দুকটি কেড়ে নিতে চায় বলে অভিযোগ। পিছন দিক দিয়ে বন্দুকটি যখনই টানতে যায় সেই সময় চট করে গুলি বেরিয়ে যায়। আর সেই গুলি সোজা গিয়ে লাগে আদিত্য মন্ডল নামে এক যুবকের চোখে। সোজা মাথা ফুঁড়ে ওই গুলি বেরিয়ে যায় বলে অভিযোগ। শুরু হয়ে যায় রক্তক্ষরণ। সঙ্গে সঙ্গে আদিত্যকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রেশন দুর্নীতিতে নয়া মোড়, গভীর রাতে গ্রেফতার তৃণমূল নেতা, আরো কারা ইডির নজরে?
ঘটনাটি আসানসোলের হিরাপুর থানার ধ্রুবডাঙ্গা এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাতে ধ্রুবডাঙ্গা সেবা সমিতির সামনে আদিত্য মন্ডল তার কয়েকজন বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। সেই সময়েই প্রকাশ্যে ওই যুবক বন্দুক নাচাতে নাচাতে তাদের ওখানে হাজির হলে এক যুবক বন্দুক কেড়ে নিতে চায়। তারপর গুলি লাগে আদিত্য মন্ডল এর চোখে। অবস্থার অবনতি হওয়ায় তাকে আসানসোল জেলা হাসপাতাল থেকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ পৌঁছে এটি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে সেটা খতিয়ে দেখার চেষ্টা করছে। পাশাপাশি যুবকের কাছে বন্দুক কোথা থেকে এলো, সেই বিষয়টিও তদন্ত করছে পুলিশ।