building-crisis-in-howrah-residents-in-panic

ব্যুরো নিউজ, ৫ অক্টোবর :হাওড়ার বেলুড়ে মাত্র ছ’মাস আগে তৈরি হওয়া G+4 বহুতল বিল্ডিংয়ের মাঝে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। এ ছাড়া, পুরো ফ্ল্যাটটি হেলে পড়ে যাওয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। ১৬/৩৫ রাজেন শেঠ লেনের এই বিল্ডিংটি দেখে তড়িঘড়ি বিছানা-বালিশ নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন অনেকেই। পরিস্থিতি এতটাই গুরুতর যে, নির্মাতাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করলেও উত্তর পাচ্ছেন না বাসিন্দারা।

পুজোর সময়ে ট্রেনে খাবারের নতুন স্বাদে বিশেষ পরিষেবা

বাসিন্দাদের ভাঙন-ভাঙন জীবন

চাপ বাড়ছে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারে বিনীতের ওপর

স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্ডিংটি মাঝ বরাবর বসে গেছে, যা বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। আশপাশে বহু বাড়ি ও জনবহুল রাস্তা রয়েছে, যা এই অবস্থায় আরও বিপজ্জনক। খবর পেয়ে বেলুড় থানার পুলিশ এবং বালি পুরসভার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছেছেন।

ছত্তীসগড়ের জঙ্গলে সেনার অভিযান , ৩৬ মাওবাদী খতম

এক বাসিন্দা জানান, ‘কয়েক মাস আগে এখানে এসেছি। এই অবস্থায় ভয়ে আছি। আমি আজই সব নিয়ে বেরিয়ে যাব।’ আরেক বাসিন্দা বাড়ির জিনিসপত্র বের করতে গিয়ে বলেন, ‘নির্মাতারা কেউ ফোন করছে না। কোথায় যাব আমরা? কোনও রকমে পয়সা জোগাড় করে এই ফ্ল্যাট কিনেছি।’এভাবে, উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। এই পরিস্থিতি দ্রুত সমাধানের অপেক্ষায় রয়েছেন।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর