budget-friendly-jio-india-phone

ব্যুরো নিউজ,১৬ অক্টোবর:উৎসবের মরসুমে যদি বাজেটের মধ্যে মোবাইল ফোন কেনার পরিকল্পনা থাকে, তাহলে জিওর নতুন হ্যান্ডসেটগুলি বিশেষ নজর পাওয়ার দাবি রাখে। ২০২৪ সালের ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে সম্প্রতি উন্মোচিত হয়েছে জিও ভারত ভি ৩ ও ভি ৪। কোজাগরী লক্ষ্মীপুজোর আগে এই ফোন দুটি লঞ্চ হয়েছে, যা পকেট-ফ্রেন্ডলি এবং খুবই সুবিধাজনক।

১১ হাজার হিরে দিয়ে রতন টাটার অবয়ব, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

৪৫৫টি লাইভ টিভি চ্যানেল

জিওর পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের জিও ভারত ভি ২-এর সফলতার পর এবার জিও ভারত ভি ৩ ও ভি ৪ নিয়ে এসেছে। এই ফোনগুলিতে ৪জি সংযোগের সুবিধা রয়েছে,যেগুলো ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। এতে বেশ কিছু আধুনিক ফিচারও সংযুক্ত রয়েছে।জিও ভারত ভি ৩ ও ভি ৪ ফোনে রয়েছে ১০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে সক্ষম। এছাড়া, ফোনটিতে দেশের ২৩টি ভাষা সাপোর্ট করে, যা বিভিন্ন ভাষাভাষীদের জন্য সুবিধাজনক। জিওর লোডেড অ্যাপগুলির মধ্যে জিও টিভি, জিএ সিনেমা, জিও পে এবং জিও চ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।ফোনের দামও অত্যন্ত সাশ্রয়ী—হ্যান্ডসেট প্রতি ১০৯৯ টাকা। এটি ২০০০ টাকার নিচে, যা বিশেষ করে সস্তা ও কার্যকরী ফোন খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য আদর্শ। খুব শীঘ্রই এই ফোনটি জিও মার্ট এবং অ্যামাজনে পাওয়া যাবে।

করোনার পর এবারের পুজোর ভিড় ফিরিয়ে দিল ব্যবসার প্রাণ

মাসে রিচার্জের খরচ ১২৩ টাকা। এই টারিফের মধ্যে রয়েছে আনলিমিটেড ভয়েস কল এবং ১৪ জিবি ডেটা। জিও টিভির সুবিধা থাকায়, ব্যবহারকারীরা ৪৫৫টি লাইভ টিভি চ্যানেল দেখতে পারবেন। তাই, উৎসবের আনন্দে এই ফোনটি হতে পারে আপনার অন্যতম সঙ্গী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর