aeroplane

ব্যুরো নিউজ, ২২ এপ্রিলঃ ছ’বছর বন্ধ থাকার পর আবারও কলকাতা-কাঠমান্ডু রুটে বাণিজ্যিক উড়ান পরিষেবা চালু করতে চলেছে নেপালের বেসরকারি বিমান সংস্থা ‘বুদ্ধ এয়ার’। সংস্থার বিপণন বিভাগের ডিরেক্টর রূপেশ শ্রেষ্ঠ জানিয়েছেন, এই বছরের জুলাইয়ের মধ্যেই পুনরায় এই রুটে নিয়মিত ফ্লাইট চালু করবে তারা।

মমতার খামে রাজনৈতিক কৌশল? দিলীপের দরজায় পৌঁছল নবান্ন!

২০১৯ সালে প্রায় ন’মাস কলকাতা ও কাঠমান্ডুর মধ্যে পরিষেবা দেওয়ার পর ১০ কোটি টাকার লোকসানের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল এই রুট। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। সম্প্রতি এয়ার ইন্ডিয়া কলকাতা-কাঠমান্ডু রুটে তাদের পরিষেবা বন্ধ করেছে, আর সেই সুযোগকে কাজে লাগিয়েই বাণিজ্যিকভাবে লাভের সম্ভাবনা দেখছে ‘বুদ্ধ এয়ার’।

মেয়ের শ্বশুরের সঙ্গে চুটিয়ে প্রেম মমতার, প্রায় রাত কাটাতেন একসাথে তারপর সকলে যা দেখল তাতে কপালে উঠলো চোখ

নতুন উদ্যমে ফেরার পরিকল্পনা

‘বুদ্ধ এয়ার’-এর তরফে জানানো হয়েছে, শুধুমাত্র কলকাতা নয়, ভবিষ্যতে গুয়াহাটি ও লখনউ থেকেও কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। বর্তমানে কলকাতা থেকে কাঠমান্ডু যেতে বিমানে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট। প্রাথমিক ভাবে বিমান ভাড়ার পরিমাণ ১৪ হাজার টাকার কাছাকাছি হতে পারে বলে সূত্রের খবর।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন অপেক্ষার অনুরোধ,শুনলেন না কেন রাজ্যপাল?

পর্যটন এবং বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধির কথা মাথায় রেখেই এই রুটে আবার পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিশেষ করে এমন এক সময়ে যখন নেপালের রাজধানী কাঠমান্ডুতে পর্যটকদের ভিড় দিন দিন বাড়ছে, তখন এই রুটে নিয়মিত উড়ান চালু হলে উপকৃত হবেন দুই দেশের যাত্রীরাই। উপসংহারে বলা যায়, ‘বুদ্ধ এয়ার’-এর প্রত্যাবর্তন শুধু যাত্রীদের সুবিধা এনে দেবে না, বরং ভারত-নেপাল যোগাযোগ ও বাণিজ্যে নতুন গতি আনতে পারে বলেই মনে করছে বিমান পরিবহণ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর