ফুটবল অনুশীলনে মর্মান্তিক মৃত্যু

ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর : ফুটবল অনুশীলন করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক বালকের। শুক্রবার সন্ধ্যায় সাঁইথিয়া পুরসভা এলাকায় কামদা কিঙ্কর স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। মৃত কিশোরের নাম আদিত্য চক্রবর্তী। বয়স মাত্র ১১ বছর। সে সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লির বাসিন্দা এবং সিউড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

শীতের বদলে বৃষ্টির দাপট! বাংলায় ঠান্ডার পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা

অন্যান্য দিনের মতোই মাঠে দৌড় শুরু করেছিল আদিত্য

চার বছর ধরে নিয়মিত ফুটবল অনুশীলন করত আদিত্য। শুক্রবারও মামা রবীন সিংয়ের সঙ্গে স্টেডিয়ামে অনুশীলনে গিয়েছিল সে। অন্যান্য দিনের মতোই মাঠে দৌড় শুরু করেছিল আদিত্য। কিন্তু হঠাৎই মাঝমাঠে দাঁড়িয়ে পড়ে এবং তারপর মাটিতে লুটিয়ে পড়ে যায়।মাঠেই বসেছিলেন আদিত্যর মামা রবীন সিং এবং আরেক অনুশীলনকারী শাহবাজ খান। তারা দ্রুত আদিত্যকে সাঁইথিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।সরকারিভাবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। পরিবারের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই আদিত্যর মৃত্যু হয়েছে।

 নতুন বছরে বানিয়ে ফেলুন কাতলা মাছের জমজমাট দুটি পদ! রইল রেসিপি ?

আদিত্যর মা কমলা চক্রবর্তী পেশায় একজন নার্স এবং রেলের হাসপাতালে কর্মরত। কর্মসূত্রে তিনি অণ্ডালে থাকেন। বড় ছেলের এমন আকস্মিক মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। পুরো পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।ছোট্ট আদিত্য ফুটবল খেলাকে ভালোবাসত। তার এই আকস্মিক চলে যাওয়ায় কামদা কিঙ্কর স্টেডিয়ামের কোচ এবং সহ-অনুশীলনকারীরাও শোকস্তব্ধ। সাঁইথিয়া পুরসভা এলাকায় এই মর্মান্তিক ঘটনায় নড়েচড়ে বসেছেন অভিভাবকরাও।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর