ঠান্ডার পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা

ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর : অগ্রহায়ণের শেষেও শীতপ্রেমীদের জন্য তেমন সুখবর নেই। শীতের বদলে বরং বাংলায় বৃষ্টির সম্ভাবনা বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের আটটি জেলায় রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

 নতুন বছরে বানিয়ে ফেলুন কাতলা মাছের জমজমাট দুটি পদ! রইল রেসিপি ?

দার্জিলিংয়ে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা

সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। কলকাতায় যদিও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস আর শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৯৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে।উত্তরবঙ্গেও শীতের বদলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পংয়ে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং ও উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে দার্জিলিংয়ে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর আগে সান্দাকফুতে তুষারপাত দেখা গিয়েছে।

https://newsevm.com/delicious-katla-recipes-weekend/

বাংলার পাশাপাশি উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরায়ও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়াবিদদের মতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলেই তাপমাত্রা ফের কমতে শুরু করবে। মঙ্গলবারের পর থেকে পারদ নামার সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির কারণে যারা শীতের জন্য অপেক্ষা করছেন তাদের একটু ধৈর্য ধরতেই হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর