ব্যুরো নিউজ, ২০ ফেব্রুয়ারি: গত সপ্তাহে দুর্ঘটনা ঘটে চোপড়ায়। চোপড়ার চেতনাগাছে BSF-এর খোঁড়া নর্দমার মাটি চাপা পড়ে মৃত্যু হয় ৪ শিশুর। এরপর থেকেই রাজ্য- রাজনীতিতে চর্চায় আসে চোপড়ায় মাটি চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা। ঘটনায় BSF-এর গাফিলতির অভিযোগ তুলে সরব হয় রাজ্যের শাসক দল। ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিতির দাবি তোলা হয় একাধিকবার। তবে এর আগে মৃত শিশুদের পরিবারের পাশে দারায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই কেন্দ্রকে তীব্র নিশানা করেন চন্দ্রিমা। বেআইনিভাবে কাজ করার অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি কেন্দ্রের একাধিক গাফিলতির অভিযোগ তুলে কটাক্ষ শানাতে থাকে রাজ্যের শাসক দল। এমনকি রাজ্যপালের কাছেও যান তৃণমূলের প্রতিনিধিরা।
রাঁচিতে ঘুরে দাড়াতে মরিয়া ম্যাকালাম
এরপরই আজ চোপড়ায় গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে মৃত চার শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন, কথা বলেন রাজ্যপাল। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি শিশুর পরিবারগুলিকে ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন রাজ্যপাল।
এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, “প্রত্যেক পরিবারকে এক লক্ষ টাকা সাহায্য ঘোষণা করছি। বিএসএফের বিরুদ্ধে কিছু অভিযোগ শুনেছি। রিপোর্ট চেয়েছি। কথা বলব বিএসএফ কর্তাদের সঙ্গেও।”
প্রসঙ্গত, চোপড়ার চেতনাগাছে BSF-এর খোঁড়া নর্দমার মাটি চাপা পড়ে মৃত্যু হয় ৪ শিশুর। এরপর থেকেই একাধিক অভিযোগ উঠতে থাকে। বিএসএফ-এর কাজে গাফিলতির অভিযোগ তুলে ওই বিএসএফ কর্মীদের গ্রেফতারের দাবি তলে শাসকদল। ইভিএম নিউজ