actor

ব্যুরো নিউজ,২৪ এপ্রিল: একের পর এক বক্স অফিস হিটে বাজিমাত করছেন কৌশানী মুখোপাধ্যায়। ‘বহুরূপী’র সফলতার পরে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘কিলবিল সোসাইটি’-তেও তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। আর ঠিক এই সময়েই টলিউডের অন্দরমহলে উঠছে কানাঘুষো—এই কেরিয়ারের উত্থানই কি প্রেমজীবনে টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়িয়েছে? দীর্ঘদিনের প্রেমে রয়েছেন বনি সেনগুপ্ত ও কৌশানী, যা তারা কখনও লুকোননি। তবে গুঞ্জন বলছে, তাদের সম্পর্ক নাকি আগের মতো স্বাভাবিক নেই। একদিকে কৌশানীর হাতে একের পর এক ‘হিট’ পরিচালকের ছবি, অন্যদিকে বনি যেন খুঁজে চলেছেন তার পরবর্তী সাফল্যের ঠিকানা। এই বৈপরীত্যই নাকি সম্পর্কের মসৃণতায় ছায়া ফেলেছে—এমনই দাবি করছেন টলিউডের একাংশ।

Tollywood Gosip: বিয়ের পরেও নিস্তার নেই প্রাক্তনের হাত থেকে তাই সোহিনী এবার রনং দেহি

গুঞ্জনে বিরক্ত বনি সেনগুপ্ত

এই নিয়ে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিস্মিত হন বনি সেনগুপ্ত। একরাশ বিরক্তি নিয়ে তিনি বলেন, “এই সব কথা আমাদের ইন্ডাস্ট্রিকে ছোট করে দেয়। কে কেমন করছে তা নিয়ে কেউ খুশি হতে পারে না—এটাই দুঃখের।” বনি স্পষ্ট জানান, ‘কিলবিল সোসাইটি’-র প্রিমিয়ারে অনুপস্থিত থাকার কারণ একমাত্র পেশাগত বাধ্যবাধকতা। ওই দিনই তাঁর ওড়িয়া ছবির বিশেষ স্ক্রিনিং ছিল উড়িষ্যায়।

শিক্ষা দুর্নীতি না রাজনৈতিক চিত্রনাট্য? রবিবারের পথে জবাব খুঁজছে রাজনীতি

কেবল তাই নয়, বনি জানান, মুম্বইয়ের এক নতুন ওয়েব সিরিজে যখন বাঙালি অভিনেত্রী খোঁজা হচ্ছিল, তখন তিনি নিজের প্রেমিকার নামই প্রথম প্রস্তাব করেন নির্মাতাদের। এ থেকে বোঝা যায়, সম্পর্কের ভিত এখনো মজবুত।

শুরু ধোঁয়া থেকে, শেষ কোথায়? রেলের আগুন এখন নিয়মিত আতঙ্ক!

যদিও এই প্রথম নয়, এর আগেও তাঁদের সম্পর্ক ভাঙনের মুখে পড়েছে বলে জল্পনা ছড়িয়েছিল। এক প্রিমিয়ার অনুষ্ঠানে তাঁদের প্রকাশ্য মতানৈক্যও হয়েছে, তা নিজেরাই স্বীকার করেছিলেন। তবে সে সব এখন অতীত। বনি জানালেন, “যদি ঝামেলা থাকত, তাহলে কি আমরা ২০ মে একসঙ্গে বন্ধুদের নিয়ে বালি, ব্যাঙ্ককে ছুটি কাটাতে যেতাম?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর