ব্যুরো নিউজ, ১ নভেম্ববর :প্রায় আড়াই বছরের বিরতির পর আবারও একসঙ্গে জুটি বাঁধছেন বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়। তাদের নতুন ছবি ‘কলকাতায় কেলেঙ্কারি’তে দেখা যাবে। এই ছবির পরিচালনা করছেন অয়ন দে, যিনি এর আগে ‘ভয় পেও না’ ছবিটি পরিচালনা করেছেন। ‘কলকাতায় কেলেঙ্কারি’ শিশু পাচারের বিষয়বস্তু নিয়ে তৈরি হচ্ছে। যা বাংলায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়।
শাহরুখের জন্মদিনে মান্নতে রাজকীয় সাজসজ্জা, এখন থেকেই শুরু অনুরাগীদের উৎসব
আমরা প্রেমিক-প্রেমিকা নই কি বলেন বনি
দীপাবলির কালীপুজো উদ্বোধনে ব্যস্ত টলিউড তারকারা, জিয়াগঞ্জে শুভশ্রীর গান ভাইরাল
অয়ন দে জানিয়েছেন, শিশু পাচার নিয়ে বাংলা সিনেমায় সচরাচর ছবি তৈরি হয়নি। এই ছবির মাধ্যমে দর্শকরা জানতে পারবেন কীভাবে শিশু পাচারচক্র কাজ করে এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্যা সম্পর্কে। ছবিতে বনি এবং কৌশানি তদন্তকারী অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। তবে তারা এখানে প্রেমিক-প্রেমিকা নন। বনি জানিয়েছেন, ‘এটা আমার এবং কৌশানির জন্য নতুন অভিজ্ঞতা। আমাদের মধ্যে একটা সম্পর্কের আভাস থাকলেও আমরা প্রেমিক-প্রেমিকা নই।’
অভিনেতা বনি সেনগুপ্ত প্রকৃত অফিসারদের সঙ্গে কথা বলে চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবিতে কৌশানিকে একটি বার ডান্সারের ভূমিকায় দেখা যাবে। তবে তার চরিত্রটি কীভাবে তদন্তকারী অফিসার হয়ে উঠবে সেই রহস্য খোলসা করতে চাননি কৌশানি। তিনি বলেছেন, ‘কলকাতায় কেলেঙ্কারি’ ছবিতে আমার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং। আমি এখন এমন চরিত্র বাছতে চাই, যেখানে নতুনত্ব থাকবে।’
১২০টি উত্তরপত্র উধাও কলকাতা বিশ্ববিদ্যালয়ে, প্রশ্নের মুখে শিক্ষাব্যবস্থা
বনি এবং কৌশানির এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন সৃষ্টি বিশ্বাস যিনি ইন্ডাস্ট্রিতে নতুন। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ডাব্বু। পরিচালক অয়ন দে চলতি বছরের ডিসেম্বরে ছবির শ্যুটিং শুরু করবেন এবং ২০২৫ সালের এপ্রিল মাসে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এই নতুন প্রজেক্টে বনি এবং কৌশানির জুটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দিতে চলেছে।