bomb-threat-rajasthan-railway-stations

ব্যুরো নিউজ, ২ অক্টোবর :পুজোর উৎসবের আগে রাজস্থানের আটটি রেলস্টেশনে বোমা হামলার হুমকি এসেছে। পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের নামের একটি চিঠিতে এই হুমকি উল্লেখ করা হয়েছে। হনুমানগড়ের স্টেশন মাস্টার মঙ্গলবার সকালে ডাকযোগে চিঠিটি পেয়ে স্থানীয় পুলিশকে বিষয়টি জানান। বুধবার অতিরিক্ত এসপি পেয়ারেলাল মীনার জানান, চিঠিতে উল্লেখ আছে ৩০ অক্টোবর গঙ্গানগর, হনুমানগড়, যোধপুর, বিকানের, কোটা, বুন্দি, উদয়পুর ও জয়পুরের রেলওয়ে স্টেশনসহ অন্যান্য স্থানে বোমা হামলা করা হবে।

পুজোর আগে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতর

সন্ত্রাসবাদী হামলা

বন্দুক থেকে গুলি ছোঁড়ার মাধ্যমে শুরু হয় দুর্গাপুজো

চিঠিতে জম্মু ও কাশ্মীরে জিহাদিদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ২ নভেম্বর মধ্য প্রদেশের উজ্জয়িনের মহাকাল মন্দিরে এবং অন্যান্য ধর্মীয় স্থানে বিস্ফোরণেরও হুমকি দেওয়া হয়েছে। হুমকি চিঠির লেখক দাবি করেছে যে, সে জইশ-ই-মহম্মদের জম্মু ও কাশ্মীরের কমান্ডার মহম্মদ সেলিম আনসারি।

চিতাবাঘের আতঙ্কে কৃষকের প্রাণহানির ঘটনায় উদ্বেগ বাড়ছে

রেলওয়ের সিপিআরও ক্যাপ্টেন শশী কিরণ জানিয়েছেন, হুমকি দেওয়া সমস্ত রেলস্টেশনে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। হনুমানগড় স্টেশনে তল্লাশি চালানোর পর কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। পুলিশ ও জিআরপি পুলিশের পাশাপাশি সব রেলস্টেশনে নিরাপত্তা বাহিনী ও ডগ স্কোয়াডও রাখা হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর