ব্যুরো নিউজ, ৭ মে: ভোটের মাঝেই বুথেবিজেপি প্রার্থী-তৃণমূল ব্লক সভাপতির হাতাহাতি জঙ্গিপুরে।
গোপীনাথপুরের পর আরও এক ‘ভুয়ো’ এজেন্ট! ধরা পড়তেই তৃণমূল নেতার নাম!
সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। কিন্তু আচমকাই তৃণমূল- বিজেপি হাতাহাতি শুরু হয় বলে জানান তৃণমূল ব্লক সভাপতি। তার অভিযোগ, আচমকাই বুথে ঢুকে ঝামেলা শুরু করেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। বিজেপি প্রার্থী তৃণমূল ব্লক সভাপতিকে প্রশ্ন করেন যে, তিনি সেখানে কি করছেন? প্রতুত্তরে তিনি জানান, তিনি ভোটার। এই কথায় বিজেপি প্রার্থী প্রশ্ন করেন আপনার লাইন কোথায়? এর থেকেই ঝামেলার সূত্রপাত!
এই ঘটনা ঘটে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সুতির একটি বুথে। তৃণমূল ব্লক সভাপতির আরও অভিযোগ, বিজেপি প্রার্থী আগে ধাক্কা- ধাক্কি করে। এরপর ঘটনা তুঙ্গে ওঠে। ঘটনায় ওই বুথে থাকা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এগিয়ে আসে। তাদের সামনেই বিজেপি প্রার্থীকে হুমকি দেয় তৃণমূল ব্লক সভাপতি। তিনি জানান, তাকে এই ঘটনার পরিনাম ভুগতে হবে বলে শাসানো হয়। ভোট চলাকালীন বুথের ১০০ মিটারের মধ্যেই তৃণমূল দাদাগিরি করছে বলে অভিযোগ তোলেন তিনি। বিজেপির ধনঞ্জয় ঘোষ আরও বলেন যে, ভোট চলাকালীন তৃণমূলের ব্লক সভাপতি ভোটগ্রহণ কেন্দ্রে পুলিশের সঙ্গে গল্প করছিল। আর তা বলেতে গিয়েই যত কাণ্ড!