"অসুস্থ হওয়া নিষিদ্ধ!"

ব্যুরো নিউজ,১১ জানুয়ারি:শুনতে অবাক লাগলেও, এমন এক অদ্ভুত আইন চালু হয়েছে ইতালির এক ছোট্ট শহর, বেলকাস্ত্রোতে। এখানকার মেয়র অ্যান্টোনিও টোরচিয়া সম্প্রতি ঘোষণা করেছেন যে, এখানে “অসুস্থ হওয়া নিষিদ্ধ”! কিন্তু প্রশ্ন উঠছে, কেন এমন অদ্ভুত নিয়ম? সত্যিই কি এটা সম্ভব?

শুধু পানীয় হিসেবে নয় শীতকালীন চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতেও ব্যাবহার করুন চায়ের লিকার, অসাধারণ ফল পাবেন

কেন?


এই শহরটি দক্ষিণ ইতালির ক্যালাবিয়া অঞ্চলে অবস্থিত এবং জনসংখ্যা মাত্র ১৩০০। শহরের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই নাজুক যে, এখানে বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় সুবিধা পাওয়া প্রায় অসম্ভব। নতুন প্রজন্মের বেশিরভাগ মানুষ শহর ছাড়ার কথা ভাবেন, যার ফলে জনসংখ্যা আরও কমে যাচ্ছে। মেয়রের কাছে এই পরিস্থিতি দুঃখজনক লাগছিল। তিনি মনে করেছিলেন, কিছু একটা বিশেষ ব্যবস্থা নিলে হয়তো পরিস্থিতি বদলানো সম্ভব।তবে মেয়র অ্যান্টোনিও টোরচিয়া এও বলেছেন, “অসুস্থ হওয়া নিষিদ্ধ!” আসলে এটি ছিল তার এক ধরনের মজার মন্তব্য। তাঁর উদ্দেশ্য ছিল শহরের বাসিন্দাদের সচেতন করা। তিনি চান, লোকেরা সাবধানতা অবলম্বন করে রোগের ঝুঁকি কমিয়ে শহরের স্বাস্থ্য ব্যবস্থার চাপ কমাক। এতে করে যদিও স্বাস্থ্যকেন্দ্র ছোট, তবুও সেখানে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা যাবে। মেয়র আরও বলেছেন, তার লক্ষ্য হলো, এই শহরের বাসিন্দাদের জন্য স্বাস্থ্য পরিষেবা উন্নত করা এবং শহরে সুস্থতা বজায় রাখা।

মায়ানমারে বিমান হামলায় নিহত ৪০, অধিকাংশই মহিলা ও শিশু

বেলকাস্ত্রো শহরের বাসিন্দাদের জন্য এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে স্বাস্থ্য সচেতনতা ও সাবধানতা নিয়েই তারা একটি ভালো পরিবেশ তৈরি করতে পারবেন। মেয়রের এই অদ্ভুত ঘোষণার মাধ্যমে তার মূল উদ্দেশ্য ছিল জনগণের দৃষ্টি আকর্ষণ করা, যাতে তারা নিজেদের শারীরিক সুস্থতার দিকে বেশি মনোযোগ দেয় এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোকে চাপমুক্ত রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর