বিষ্ণোই গ্যাংয়ের

ব্যুরো নিউজ ২৯ অক্টোবর : বিহারের বাহুবলী সাংসদ পাপ্পু যাদবের পর এবার বিষ্ণোই গ্যাংয়ের হুমকির শিকার হলো দিল্লির ১০ বছর বয়সী আধ্যাত্মিক প্রচারক অভিনব আরোরা। সোশ্যাল মিডিয়ায় আধ্যাত্মিক কনটেন্টের জন্য ব্যাপক জনপ্রিয় এই শিশু সম্প্রতি গ্যাংয়ের পক্ষ থেকে খুনের হুমকি পেয়েছে বলে জানিয়েছে তার পরিবার। অভিনবের মা জ্যোতি আরোরা জানিয়েছেন, ‘‘আমার ছেলে শুধু ঈশ্বরভক্তির প্রচারই করে, তার প্রতি এই হুমকি অযৌক্তিক।”

ওজন কমাতে চান? ভুলেও ঘুমোনোর সময় এই কাজগুলি করবেন না!

আতঙ্কে রয়েছে পুরো পরিবার

সোমবার হুমকি ফোন পাওয়ার পরপরই পরিবারটিকে একাধিক ভয়েস মেসেজ পাঠানো হয়, যেখানে অভিনবকে হত্যা করার কথা বলা হয়। এরপর আতঙ্কে রয়েছে পুরো পরিবার। অভিনবের দাবি, মাত্র তিন বছর বয়স থেকেই তার আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের শিকার হওয়ায় তিনি কয়েকজন ইউটিউবারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন, যার সঙ্গে এই হুমকির যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।এদিকে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি শুধু অভিনবের পরিবারেই সীমাবদ্ধ নয়; বিহারের সাংসদ পাপ্পু যাদবকেও সম্প্রতি হুমকি দিয়ে সতর্ক করা হয়েছে।

বেআইনি বাড়ি ভাঙার কাজে কলকাতা পুলিশের নতুন বিশেষ বাহিনী

গ্যাংয়ের দাবি, পাপ্পু যেন বিষ্ণোই সম্পর্কে কোনও মন্তব্য না করেন। পরিস্থিতি গুরুতর হলে পাপ্পু যাদব সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি লিখে নিরাপত্তার দাবি জানান এবং সেই হুমকির কল সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এমন ধারাবাহিক হুমকি কেবল ব্যক্তিদের জন্যই নয়, বরং সাধারণ মানুষের মধ্যেও আতঙ্কের সৃষ্টি করছে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর