শুভেন্দু অধিকারীর সুরক্ষায় বড় পরিবর্তন

ব্যুরো নিউজ,২৮ ডিসেম্বর:রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় এবার বড় পরিবর্তন আনা হচ্ছে। সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে, বাংলাদেশি দুষ্কৃতীরা শুভেন্দুকে টার্গেট করতে পারে। এই পরিস্থিতিতে তাঁর সুরক্ষায় কোনো গাফিলতি যাতে না হয়, তা নিশ্চিত করতে আরও কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ যেন সিনেমার গল্প! পদস্থ পুলিশ আধিকারিকের স্বামী নিখোঁজ, অবশেষে মিলল স্বামী, সকলকে ধন্যবাদ জানালেন স্ত্রী

সুরক্ষা নিশ্চিত করা


সূত্রের খবর, বিধানসভা চত্বরে ২ নম্বর গেট দিয়ে শুভেন্দু বের হলে যাতে নিরাপত্তার কোনো ঘাটতি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে। এদিকে, শুভেন্দুর জনসভাগুলিতে হাজার হাজার মানুষ ভিড় করেন। এবার তার সুরক্ষা আরও বাড়ানো হচ্ছে।তার আগামী সভাগুলিতে শুভেন্দুর আশেপাশে ‘ডি জোন’ রাখা হবে, অর্থাৎ কিছুটা ফাঁকা জায়গা রাখা হবে যাতে তাঁর সুরক্ষা নিশ্চিত করা যায়। কেন্দ্রীয় গোয়েন্দারা পুরোপুরি নজর রাখবেন এবং তার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শিথিলতা থাকবে না। এসব সভায় নিরাপত্তা বাহিনীর হাতে আগ্নেয়াস্ত্র এবং ঢাল থাকবে। এছাড়া, সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরও তিনি মঞ্চ থেকেই দেবেন।

মনমোহন সিংহের স্মৃতিসৌধঃকংগ্রেস-বিজেপি বিরোধ কিন্তু কেন্দ্র কি  সিদ্ধান্ত নিল?

এছাড়া, শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি কেউ সেলফি তুলতে আসে, সেক্ষেত্রেও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নজর রাখবে। প্রয়োজনে তাকে সার্চ করা হতে পারে। এমনকি, তাঁর নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট নিয়মিতভাবে অমিত শাহের দফতরে পাঠানো হবে।সুরক্ষার ক্ষেত্রে নতুন এই উদ্যোগের মাধ্যমে, শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে কোন ধরনের ঝুঁকি নেওয়া হবে না, এটি নিশ্চিত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর