ব্যুরো নিউজ ১৪ নভেম্বর :বুধবার ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাই স্টিল প্ল্যান্টে এক গুরুতর গ্যাস লিকের ঘটনা ঘটেছে। এই ইউনিটের ব্লাস্ট ফার্নেসে মেরামতের কাজ চলাকালীন এই গ্যাস লিক হয়। এতে তিনজন চুক্তিভিত্তিক কর্মী মহম্মদ মীরাজ, হরিচরণ এবং মোহনলাল গুপ্তা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা শারীরিক অসুস্থতায় ভুগতে থাকলে দ্রুত তাদের ভিলাইয়ের পন্ডিত জওহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে আইসিইউতে রেখে তাদের চিকিৎসা চলছে।
স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে নিজের তিন মাসের কন্যাকে খুন! পূর্ব বর্ধমানে চাঞ্চল্য
কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সূত্রের খবর অনুযায়ী, দুই কর্মীর অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। হাসপাতালের আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। যদিও এই গ্যাস লিকের সঠিক কারণ এখনও জানা যায়নি কর্তৃপক্ষ তদন্তে নেমেছে।
অল্পের জন্য রক্ষা পেল যাত্রী বোঝাই বাস, বড় দুর্ঘটনা এড়াল রাধাবাজারে
জানা গেছে ওই ইউনিটে তখন ব্লাস্ট ফার্নেসের কিছু মেরামতির কাজ চলছিল। কাজের সময়ই অজান্তে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে কাছাকাছি থাকা কর্মীরা এর প্রভাবে অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে এই ঘটনাটি প্ল্যান্টের নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙ্গুল তুলেছে এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে।
এই ধরনের দুর্ঘটনা কর্মীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনার পর যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এখন সবাই অপেক্ষা করছে কত দ্রুত কর্তৃপক্ষ এই বিষয়ে সমাধান খুঁজে বের করে। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে সেই ব্যবস্থা নেয়।