ব্যুরো নিউজ, ৮ জুলাই: গণপিটুনিতে মৃত্যুর খবর এখন সংবাদ শিরোনাম জুড়ে। কয়েক সপ্তাহ ধরেই নানা জায়গা থেকে গণপিটুনি ও গণপিটুনিতে মৃত্যুর খবর সামনে এসেছে। যা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য-রাজনীতি। এমনকি খাস কলকাতায় বউবাজার, করুণাময়ীর মত জায়গায় গণপিটুনিতে মৃত্যুর খবর সামনে এসেছে। এরপর তেমনই ঘটনা ঘটল ভাঙড়ে।
২০২৪-সাল নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী বাবাভাঙ্গার! এই ভবিষ্যৎবাণীও সত্যি হবে?গতকাল অর্থাৎ রবিবার সকালে ভাঙড়ের বাজার এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয় অভিযোগ। অভিযোগ, বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় ওই ব্যক্তিকে। ঘটনায় মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গিয়েছে, ভাঙড় থানার অদূরেই এই ঘটনাটি ঘটে। আর এর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনার সময় কী করছিল পুলিশ? থানার কাছেই যদি এমন ঘটনা ঘটে তবে অন্যান্য জায়গার কী পরিস্থিতি তা নিয়েও উঠেছে প্রশ্নের ঝড়।
উপাচার্য নিয়োগে দিনক্ষণ বেধে দিল শীর্ষ আদালত
অস্ত্র নিয়ে আদালতচত্বরে দাপাদাপি! রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন
জানা গিয়েছে, ঘটনার ঘণ্টা তিনেক পর ঘটনাস্থলে পৌঁছান ভাঙড় থানার আইসি। তদন্তে নেমে পুলিশ জানায়, আজগর মোল্লা নামে ওই ব্যক্তি ফুলবাড়ি এলাকার বাসিন্দা। এরপর ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দু'জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দু’জনকে বারুইপুর আদালতে তোলা হয়। নিজেদের হেফাজত নেওয়ার আবেদন জানায় পুলিশ।