ভাইফোঁটার প্রস্তুতিতে

ব্যুরো নিউজ ২ নভেম্বর : আগামীকাল শনিবার ভাইফোঁটা । আজ থেকেই প্রত্যেক বাড়িতে শুরু হয়ে গিয়েছে ভাইফোঁটার প্রস্তুতি। সারাবছর ব্যস্ততার মাঝে ভাইবোনেরা এই বিশেষ দিনে একত্রিত হন। হইহুল্লোড়, মজাদার খাবার—সবকিছুরই আয়োজন করতে হবে। তাই হাতব্যাগ নিয়ে বাজারে গৃহস্থদের ভিড়। ভাইফোঁটার আগের দিন থেকেই বাজার জমে উঠেছে।

বিমানের পর ট্রেনে বোমাতঙ্কের ঘটনায়, আতঙ্কিত যাত্রীরা

আকাশছোঁয়া সবজির দাম

এদিকে, সবজি, মাছ, মাংস, ফল ও মিষ্টির দাম আকাশ ছোঁয়া।এই বছর পুজোর ঠিক আগে দক্ষিণবঙ্গে বন্যার ফলে প্রচুর সবজি পচে যাওয়ার কারণে দাম বেড়েছে। চন্দ্রমুখী আলু ৩৬ টাকা কেজি, জ্যোতি আলু ৩০-৩২ টাকা, এবং বেগুন বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকা কেজিতে। পটল ৮০, কাঁচালঙ্কা ২০০-২৫০, টমেটো ১০০-১২০ টাকায়, আর বিনস ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিসে ৫০-৭০ টাকা।মাছ-মাংসের বাজারও একই অবস্থা। কলকাতার বাজারে এক কেজি ইলিশের দাম ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। দেড় কেজির ইলিশের দাম ১৮০০ টাকার কাছাকাছি। পাবদা ৫০০ থেকে ৬০০ টাকায় বিকোচ্ছে, আর ভেটকির দাম ৫০০-৫৫০ টাকা। মাঝারি বাগদার দাম ৮০০ টাকা। মুরগির মাংসের দাম কলকাতার বাজারে ২৫০ টাকার মধ্যে রয়েছে, আর খাসির মাংসের দাম প্রতি কেজি এক হাজার টাকার আশেপাশে।

‘সিংঘম এগেইন’ নাকি ‘ভুল ভুলাইয়া ৩’ কোন ছবিটি প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে বক্স অফিসে!

ফলের দামও এক ধাক্কায় অনেক বেড়েছে। আপেল ২০০ টাকা কেজি, বেদানা ২৫০-৩০০, নাসপাতি ১৫০-২০০, পেয়ারা ও শশা ৬০-৮০, এবং আনারস ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম যতই চড়া হোক, ভাইয়ের জন্য পছন্দের খাবার আনতে সকাল থেকেই বাজারে ভিড় জমছে। সবজি, মাছ, মাংসের পাশাপাশি মিষ্টির দোকানে ক্রেতাদের লম্বা লাইন। ভাইফোঁটার আনন্দের মধ্যে, বাজারের এই শোরগোল সত্যিই চোখে পড়ার মতো।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর