ব্যুরো নিউজ,১৫ আগস্ট:প্রতিনিয়ত কাজের চাপে অর্ধেক মানুষেরই চুল পড়ার সমস্যা দেখা দিয়েছে। বর্ষাকালে চুল পড়ার পরিমান আরো বেড়ে যায়। কিন্তু আপনি জানেন কি কেন পরে?বর্ষাকালে ভিজে চুল শুকাতে চায় না। এর ফলে ছত্রাক ব্যাকটেরিয়া মাথার ত্বকে বাসা বাধে। আর এর কারণেই চুল রুক্ষ শুষ্ক হয়ে পড়ে। আর তার জন্যই চুল ঝরতে শুরু করে। রোজ শ্যাম্পু বা তেল দিলেই চুলের যত্ন নেওয়া যায় না। এর জন্য বিশেষ খাবারেরও প্রয়োজন হয় যা আপনার চুলকে মজবুত রাখতে সাহায্য করবে।
আপনার ভুলের জন্য রাশি রাশি চুল পড়ছে ? তাহলে এক্ষুনি সতর্ক হন
খাবেন কোন কোন খাবার তা জানে নিন
চুল পড়ে যাওয়ার কারণ শুধুই কি শ্যাম্পু নাকি ব্যস্ততা?এইভাবে নিন চুলের যত্ন
গাজর মিষ্টি আলু শাক সবজি এইসব খাওয়া অত্যন্ত জরুরি কারণ এর মধ্যে ভিটামিন এ রয়েছে। যা চুলের জন্য বিশেষ কার্যকারী।কমলালেবু পাতি লেবু আঙ্গুর আপেল এগুলো র মধ্যে ভিটামিন সি রয়েছে। যা নতুন চুল গজাতে এবং চুল পড়া রুখতে এই প্রোটিন গুলি বিশেষ কার্যকারী। এই প্রোটিনের অভাবেই চুল পড়ার সমস্যা দেখা দেয়।সামুদ্রিক মাছ আখরোট কাজুবাদাম টক দই এগুলো খাওয়া অত্যন্ত জরুরি। যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে।আপনার ডায়েটে এইসব খাবারগুলি অবশ্যই রাখুন এবং কয়েক সপ্তাহ পর দেখবেন আপনার চুল ঘন এবং মজবুত হয়ে উঠছে।