সোশ্যাল ইনফ্লুয়েন্সার

ব্যুরো নিউজ ৭ নভেম্বর : বেঙ্গালুরুর বিটিএম লে আউটে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তরুণী পথ চলতে গিয়ে শ্লীলতাহানির শিকার হন। তার অভিযোগ, ১০ বছরের এক বালক সাইকেল চালিয়ে এসে তার সঙ্গে অভব্য আচরণ করে। ওই তরুণী তার ভ্লগের জন্য রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ক্যামেরায় ভিডিও রেকর্ড করছিলেন, তখনই এই ঘটনা ঘটে।

বুদ্ধমূর্তি বাড়ির কোন দিকে স্থাপন করছেন? সঠিক জায়গায় না রাখলে ঘটতে পারে অনর্থ

সোশ্যাল ইনফ্লুয়েন্সার নেহা বিসওয়াল পুরো বিষয়টি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এবং ঘটনাটির বিবরণ দেন। তিনি বলেন, প্রথমে ছেলেটি তার দিকে এগিয়ে আসছিল এবং ইউ-টার্ন নিয়ে তার পাশে এসে তাকে উত্যক্ত করে। তারপর আচমকাই ওই ছেলেটি তার দিকে সাইকেল নিয়ে ঝাঁপিয়ে পড়ে। হতভম্ব নেহা কেঁদে ফেলেন এবং জানান, এমন ভয়াবহ অভিজ্ঞতার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না।

দীপাবলিতে পাওয়া শনপাপড়ি বাড়িতে পরে নষ্ট হচ্ছে ? তাহলে আজই সেগুলি  দিয়ে বানিয়ে ফেলুন লোভনীয় ক্ষীর

এই ঘটনার পর নেহা পথচলতি মানুষদের সাহায্যে ছেলেটিকে আটকান। ছেলেটি তখন দাবি করে, সাইকেল চালানোর সময় ব্যালেন্স হারিয়ে সে অনিচ্ছাকৃতভাবে মহিলার ওপরে পড়ে যায়। তবে নেহা জানান, তিনি একবার দেখাননি বরং ভিডিওতে ঘটনার প্রমাণ রয়েছে এবং তা দেখে অনেকেই নেহার পাশে দাঁড়ান।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর