ব্যুরো নিউজ ১৩ নভেম্বর :এবারের রাজ্য টেবিল টেনিস প্রতিযোগিতায় নতুন চ্যাম্পিয়ন হিসেবে উত্থান ঘটেছে অঙ্কুর ভট্টাচার্য ও মৌমিতা দত্তের। প্রয়াত দ্রোণাচার্য কোচ জয়ন্ত পুশিলালের স্মৃতিতে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ১৭০০ খেলোয়াড় অংশ নেয়। উত্তর কলকাতা টেবিল টেনিস সংস্থার আয়োজনে বড়বাজার যুবক সংঘে অনুষ্ঠিত হল বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের ষষ্ঠ রাজ্য প্রতিযোগিতা। পুরুষ বিভাগে অনির্বান ঘোষকে পরাজিত করে প্রথমবারের মতো রাজ্য চ্যাম্পিয়ন হলেন অঙ্কুর। যদিও অনির্বান জ্বর নিয়ে খেলে দুই গেমের পর ওয়াকওভার দেন। এছাড়াও, হাওড়ার হয়ে দলগত সাফল্য অর্জন ও অনূর্ধ্ব-১৯ এবং সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়ে দ্বিমুকুট জিতলেন অঙ্কুর। ভবিষ্যতে সর্বভারতীয় পর্যায়ে জাতীয় খেতাব জয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি।
ভারতে আইফোন উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল, চিনের উপর নির্ভরশীলতা কমানোর পথে
মাঝপথে ওয়াকাওভার ম্যাচে
পশ্চিমবঙ্গের ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আজঃ কার জয় হবে?কি বলছে সমীক্ষা?
মহিলা বিভাগে মৌমিতা দত্ত চার বছর পর রাজ্য প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথমবারের মতো সিনিয়র খেতাব জিতেছেন। প্রায় প্রস্তুতি ছাড়াই খেলতে নেমে ফাইনালে আলোলিকা সেনকে ৪-০ ব্যবধানে পরাজিত করেন তিনি। দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতায় ফিরে চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত মৌমিতা জানিয়েছেন চ্যাম্পিয়নশিপ জয়ের প্রত্যাশা না থাকলেও সাফল্য তার কাছে অত্যন্ত আনন্দের।
মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ চুরিঃ বিজেপির মঞ্চে বড় অস্বস্তি!
এছাড়া বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড়দের মধ্যে আছেন অনূর্ধ্ব-১৯ বিভাগের দিৎসা রায় অনূর্ধ্ব-১৭ বিভাগের পুনীত বিশ্বাস অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৩ বিভাগে যথাক্রমে শ্রেষ্ঠ চক্রবর্তী ও সৌসূর্য বন্দ্যোপাধ্যায়। অনূর্ধ্ব-১১ বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে আরিভ দত্ত ও অক্ষ্মিতা মাহাতো। সফল প্যাডলারদের হাতে পুরস্কার তুলে দেন বিএসটিটিএ প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায় যুগ্মসচিব শর্মি সেনগুপ্ত এবং জাতীয় দলের কোচ সৌরভ চক্রবর্তী।