ব্যুরো নিউজ, ২৭ জানুয়ারি:আগামী মাসে বাংলায় দুটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে চলেছে। একদিকে, বিধানসভায় পেশ হতে চলেছে আগামী অর্থবর্ষের রাজ্য বাজেট। অন্যদিকে, অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এই দুটি অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসবেন।
হাইড্রোফেশিয়ালঃ ঘরেই ত্বককে উজ্জ্বল ও টানটান রাখুন কিভাবে করবেন? জানুন
সকলের নজরে
চলুন ঘুরে আসি বাঁকুড়ার বিষ্ণুপুর থেকেঃ কি কি একেবারেই মিস করা যাবে না জেনে নিন
অন্যদিকে, রাজ্য সরকারের নজর এক গুরুত্বপূর্ণ বিষয়েও রয়েছে। আরজি কর-কাণ্ডের তদন্ত এবং সংক্রান্ত মামলা নিয়ে কলকাতা হাই কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হবে। এ বিষয়ে রাজ্য এবং সিবিআই দু’পক্ষই অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে ফাঁসির দাবি করেছে। সিবিআই এই মামলার নিয়ে রাজ্যের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে।গত শুনানিতে রাজ্য সরকারের পক্ষ থেকে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আবেদন করা হয়, যা নিয়ে আদালতে শুনানি চলছে। তবে সিবিআই রাজ্য সরকারের আবেদন খারিজ করতে চায়, কারণ তাদের মতে রাজ্যের এখানে কোন আইনি অধিকার নেই। সিবিআইয়ের বক্তব্য, তারা এই মামলার তদন্ত করলেও রাজ্য একাই এটি চ্যালেঞ্জ করতে পারে না, এই রকম দাবি তারা করেছে।
এছাড়া, মামলাটিতে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে সিবিআইও হাই কোর্টে আবেদন করেছে, যা নিয়ে বিচারপতিরা শুনানি করবেন। আরও একটি গুরুত্বপূর্ণ দিক, হাই কোর্টে শুনানির সময় নির্যাতিতার পরিবারকেও যুক্ত করা হবে, যার মাধ্যমে তারা আদালতে তাদের বক্তব্য তুলে ধরবে।সার্বিকভাবে কলকাতা হাই কোর্টে আরজি কর-কাণ্ডের মামলায় কী সিদ্ধান্ত আসে, তা সকলের নজরে থাকবে।



















