ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:রাজ্যপাল সিভি আনন্দ বোসের নেতৃত্বে বাংলার আরও চারটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। এই চারজন উপাচার্যের নাম রাজভবনে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে তপতী চক্রবর্তী, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে জানে আলম, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে সৌরাংশু মুখোপাধ্যায় এবং হিন্দি বিশ্ববিদ্যালয়ে নন্দিনী সাহু স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন। এরা সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় ছিলেন।
হলদিয়ায় নতুন পর্যটন উদ্যোগঃ ‘কটেজ অন হুইলস’ তৈরি করবে নয়া আকর্ষণ
ইতিবাচক পদক্ষেপ
এর আগে ছয়টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর পছন্দকেই সম্মতি দিয়েছিলেন রাজ্যপাল। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ‘সার্চ–কাম–সিলেকশন’ কমিটির প্রস্তাবিত নামের ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে চলা নবান্ন ও রাজভবনের মধ্যে দ্বন্দ্ব এবং মামলা শেষ করে এই ঐক্য গড়ে তোলা সম্ভব হয়েছে।
পাহাড়ের তিন পুরসভায় শীঘ্রই নির্বাচন হবেঃ ফিরহাদ হাকিমের আশ্বাস
সোমবার রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের একঘণ্টার বৈঠকের পরই এই চার উপাচার্যের নিয়োগ চূড়ান্ত হয়। বর্তমানে বাংলার ১০টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে।সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগে স্বচ্ছতা আনা হয়েছে। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে ঐক্য বাংলার শিক্ষাক্ষেত্রের উন্নতির জন্য ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।