'বন্দে ভারত' এক্সপ্রেসে

ব্যুরো নিউজ,২০ নভেম্বর:বর্তমানে ভারতীয় রেলের ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেনটি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই ট্রেনের স্বয়ংক্রিয় দরজা নিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। যা বাবার জন্য এক বড়ো সমস্যায় পরিণত হয়। রাম বিলাস যাদব নামের এক ব্যক্তি যিনি বারাণসী থেকে নয়া দিল্লি যাচ্ছিলেন। তার ছেলেকে ট্রেনে উঠিয়ে দিতে গিয়ে বিপদে পড়েন। ছেলের লাগেজ নিয়ে কোচ সি-৬-এ ওঠেন এবং তাকে বসিয়ে দেন। কিন্তু বিপত্তি ঘটে নামার সময়। ট্রেনের দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় রাম বিলাস নামতে পারেন না। দরজা বন্ধ হওয়ার পর তিনি ট্রেন থেকে নামার চেষ্টা করেন তবে কোনো কাজ হয়নি।

‘ইউরোপের খাবার একদম ভাল লাগে না, সবগুলোই একদম বিস্বাদ’ এ কি বললেন সুস্মিতা সেনের!

ভারতীয় রেল নতুন নির্দেশিকা জারি

বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা, বাংলার কোন পাঁচটি জেলায় কুয়াশার সঙ্গে শীতের দেখা মিলবে

রাম বিলাস চালকের সাহায্য চেয়ে কেবিনে যোগাযোগ করলেও ট্রেনটি দিল্লির দিকে চলে যেতে থাকে। এর ফলে তিনি বিনা টিকিটে যাত্রা করায় জরিমানা হিসেবে ২,৮৭০ টাকা দিতে হয়। এটি এক অভাবনীয় পরিস্থিতি যা অনেকেই কল্পনাও করতে পারেন না।

দূষণের বিষে দমবন্ধ,দিল্লি-কলকাতার বাতাসে সিগারেটের সমান ধোঁয়া

এ ঘটনার পর ভারতীয় রেল একটি নতুন নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, বন্দে ভারত ট্রেনের দরজা চলাচলের সময় স্বয়ংক্রিয়ভাবে সিল হয়ে থাকে। এই দরজাগুলি ট্রেনের ড্রাইভার দ্বারা নিয়ন্ত্রিত। বিশেষত, ট্রেন চলার সময়ে যাত্রীদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হবে শুধু টিকিটধারী যাত্রীদের ট্রেনে উঠার অনুমতি দেওয়া হবে। ট্রেনের সিস্টেমও পূর্ব-নির্ধারিত স্টপেজগুলির উপর ভিত্তি করে কাজ করে। লাইন পরিষ্কার হলেই দরজা বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর