coffee tips photo

ব্যুরো নিউজ,১৯ আগস্ট:সুন্দর ঝলমলে ত্বক পেতে কে না চায়? আর প্রতিদিনের ব্যস্ততায় ঠিক করে ত্বকের যত্ন নেওয়া হয় না। মুখের কালো দাগছোপ, ব্রণ, ডার্ক সার্কেল, এইগুলো দূর করার জন্য কফির সাথে ব্যবহার করুন এই উপাদানটি।

RG Kar case:মেয়েকে খুন ও ধর্ষণের ঘটনায় কারা জড়িত..সিবিআইকে যা বলেছেন মৃতার বাবা

জেনে নিন কফির সাথে কি মেশাবেন

RG Kar case:বাম-রাম জোটের তত্ত্ব মমতার!তবে একাধিক ‘তৃণমূলের ছেলে’পুলিশের জালে

কফি ত্বকের এনার্জি বাড়ায়। এর সাথে কফি ত্বকের মৃত কোষগুলিকে এক্সফোলিয়েট করতে পারে এবং কালো দাগ দূর করতে পারে যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। কফির নিয়মিত ব্যবহারের ফলে দাগগুলিকে মুছেতে সাহায্য করে। এছাড়া ত্বককে উজ্জ্বল, দাগহীন এবং মসৃণ করে দেয়।

চুল পড়া বেড়েছে? খাবারের তালিকায় রাখুন এই খাবারগুলি
অন্যদিকে হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ কমাতে, পিগমেন্টেশন হালকা করতে এবং স্বাস্থ্যকর করতে পারে। তাছাড়া, জ্বালাপোড়া ত্বককে শান্ত করতে এবং অকাল বার্ধক্যের লক্ষণ এড়াতে হলুদ উপকারী।যদি আপনি সপ্তাহে ২-৩ দিন কফির সাথে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে লাগান তাহলে আপনার ত্বক হয়ে উঠবে সুন্দর ও ঝলমলে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর