চাপদাড়ির

ব্যুরো নিউজ, ১ ডিসেম্বর : পুরুষ সঙ্গীর চাপদাড়ি নিয়ে মহিলাদের মজার গল্প বা আলোচনা নতুন নয়। তবে ঘনিষ্ঠ মুহূর্তে সেই দাড়ি যখন গাল ঠোঁট বা গলার ত্বকের সংস্পর্শে আসে তখন ত্বকে দেখা দিতে পারে সমস্যা। র‌্যাশ, লালচে ভাব, বা ত্বকের জ্বালা এসব সমস্যাকে সাধারণত অ্যালার্জি মনে করা হলেও, চিকিৎসকরা জানাচ্ছেন এটি মূলত ‘বিয়ার্ড বার্ন’, যা এক ধরনের ডার্মাটাইটিস।

লো-ভোল্টেজের সমস্যার সমাধানে নতুন সাবস্টেশন, শ্যামপুরে স্বাভাবিক হবে কি বিদ্যুৎ পরিষেবা?

দিল্লির চর্মরোগ বিশেষজ্ঞদের মতে স্পর্শকাতর ত্বক দাড়ির ঘর্ষণের ফলে এই সমস্যা হয়। শুধু চুম্বন নড দাড়ি আছে এমন গালে গাল ঠেকালেও বা শরীরের অন্যান্য রোমশ অংশের সংস্পর্শেও এটি হতে পারে। সমস্যাটি সামান্য হলে ঘরোয়া পদ্ধতিতে সারানো সম্ভব তবে গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিয়ার্ড বার্ন হলে কী সমস্যা হয়?
১. ত্বকের নির্দিষ্ট অংশ লাল হয়ে ফুলে ওঠে। অ্যালার্জি মনে হলেও এটি আসলে ত্বকের প্রদাহ।
২. ক্ষতস্থানে ছোট ছোট র‌্যাশ বা দানা দেখা দেয়। ত্বকে জ্বালা বা শুষ্কতার অনুভূতি হতে পারে।
৩. আক্রান্ত ত্বকে খোসা উঠতে পারে বা অতিরিক্ত চুলকানি হতে পারে।

ঘরোয়া পদ্ধতিতে সমাধান:

আপনার বাচ্চার পড়াশোনায় মনোযোগ বাড়াতে চান? জেনে নিন কিছু সহজ উপায়
১. অ্যালো ভেরা: এতে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের প্রদাহ কমায় এবং আর্দ্রতা ধরে রাখে।
২. ঠান্ডা সেঁক: বরফ বা ঠান্ডা জলের সেঁক ত্বকের লালচে ভাব ও অস্বস্তি দূর করতে কার্যকর।
৩. নারকেল তেল বা অলিভ অয়েল: ত্বক আর্দ্র রাখে ও শুষ্কতা কমায়।
৪. মধু: প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানযুক্ত মধু সংক্রমণ কমায়। ক্ষতস্থানে মধু লাগানো যেতে পারে।
৫. ওটমিল বাথ: স্নানের জলে ওটমিল মিশিয়ে নেওয়া প্রদাহ কমাতে ও ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে।

সমস্যা এড়াতে করণীয়:

  • দাড়ি পরিষ্কার ও নরম রাখতে সঠিক গ্রুমিং করুন।
  • স্পর্শকাতর ত্বকের জন্য বিশেষ স্কিনকেয়ার পণ্য ব্যবহার করুন।
  • সমস্যা বারবার হলে চিকিৎসকের পরামর্শ নিযেন
https://www.youtube.com/live/wdIfx3x2GBc?si=39mGBsdsLMBoVqGB

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর