ব্যুরো নিউজ,১০ জানুয়ারি:প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ২০২১ সালে হঠাৎ করেই টলিপাড়ায় শোনা যায় জনপ্রিয় দম্পতি বরখা বিস্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তের বিচ্ছেদের খবর। চার বছর পার হতে চলেছে তাঁদের আলাদা থাকার সময়, কিন্তু এখনও তাঁদের পাকাপাকি বিচ্ছেদ প্রক্রিয়া শেষ হয়নি। আইনি প্রক্রিয়া চলছে। এক সময় যাঁদের সম্পর্ক ছিল এক দৃষ্টান্ত, আজ তাঁরা ভাঙনের পথে। বিচ্ছেদের কারণ হিসেবে কিছু কানাঘুষো শোনা যায়, যে তাঁদের মধ্যে ‘তৃতীয় ব্যক্তি’ বা অন্য কেউ উপস্থিত ছিল। তবে সেই ‘তৃতীয় ব্যক্তি’ হওয়ার অভিযোগ নাকচ করেছেন সেই নায়িকা, যাঁকে নিয়ে এই আলোচনা ছিল।
যুজবেন্দ্র চহাল এবং ধনশ্রী বর্মার সম্পর্ক নিয়ে চলছে নানা জল্পনা
জীবনের কেন্দ্রবিন্দু
সম্প্রতি বরখা বিস্ত একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বিয়েটা বাঁচাতে চেয়েছিলেন, তবে ইন্দ্রনীল বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন বলেই তিনি সম্মানসহ তাঁর সিদ্ধান্ত মেনে নিয়েছেন। বরখার এই মন্তব্যের পর, ইন্দ্রনীল কী প্রতিক্রিয়া দিয়েছেন? তিনি সংবাদ মাধ্যম কে জানান, “বরখা যা মনে করেছেন, বলেছেন। তবে আমার দাম্পত্য জীবন নিয়ে আমি বাইরের কারও সঙ্গে কিছু বলতে চাই না।” ইন্দ্রনীল বর্তমানে বাংলা চলচ্চিত্রে বেশ কিছু কাজ করছেন এবং মুম্বই-কলকাতা যাতায়াতও অব্যাহত রেখেছেন। সম্প্রতি মেয়ে মীরার সঙ্গে কাটানো সময়ের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।
পশ্চিমবঙ্গে ছাত্রশূন্য স্কুলের সংখ্যা সবচেয়ে বেশিঃ কেন্দ্রীয় রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
বরখা বিস্তও এক সময় তাঁর জীবনের কেন্দ্রবিন্দু ছিলেন ইন্দ্রনীল। কিন্তু এখন নিজেকে গুছিয়ে নেওয়ার দিকে মনোনিবেশ করেছেন তিনি। নিজের অভিনয় জীবনে ফিরে এসে ‘খাদান’ সিনেমার মাধ্যমে বাংলা ছবিতে দারুণ প্রত্যাবর্তন করেছেন বরখা।অবশ্য শেষ পর্যন্ত বরখা জানাচ্ছেন, হয়তো যা ঘটেছে তা ভালই হয়েছে। তিনি মনে করেন, বিচ্ছেদের পর তিনি নিজেকে নতুনভাবে সাজানোর সময় পেয়েছেন এবং জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন।