২০২৪-২৫ অর্থবর্ষের শেষ দিনে ব্যাঙ্ক বন্ধ থাকছে না

ব্যুরো নিউজ,১৫ ফেব্রুয়ারি :প্রতি বছরের ৩১ মার্চ অর্থবর্ষের শেষ দিন হিসেবে ব্যাঙ্ক সাধারণত বন্ধ থাকে, তবে এবছর আরবিআই নতুন নির্দেশিকা জারি করেছে, যার ফলে ৩১ মার্চ, সোমবার সমস্ত রাষ্ট্রায়াত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক খোলা থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে, এটি মূলত আর্থিক রিপোর্টিংয়ের অসঙ্গতি দূর করার জন্য করা হয়েছে। এর ফলে, ৩১ মার্চে সমস্ত সরকারি লেনদেন এবং তার সঙ্গে সম্পর্কিত কাজ সঠিকভাবে সম্পন্ন করা যাবে।

বয়স্কদের জন্য কি দিনে ১০ হাজার পা হাঁটা ঠিক? গবেষণা কি বলছে? জানুন

ছুটি ঘোষণার গুঞ্জন

এদিকে, ৩১ মার্চ ইদ-উল-ফিতর উদযাপিত হওয়ার কথা এবং এর আগেই কিছু জায়গায় ছুটি ঘোষণার ব্যাপারে গুঞ্জন চলছিল। তবে এবার আরবিআইয়ের নতুন নির্দেশনার পর, ওই দিন ব্যাঙ্কের ছুটি বাতিল করা হয়েছে। মিজোরাম ও হিমাচল প্রদেশ বাদে বাকি সমস্ত রাজ্যে ইদের ছুটি ঘোষণা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আরবিআই-এর সিদ্ধান্তে সেই ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও, ৩১ মার্চ সমস্ত সরকারি লেনদেন যেমন কর জমা, পেনশন পেমেন্ট, সরকারি ভর্তুকির কার্যক্রম, সরকারি কর্মীদের বেতন ও অ্যালাউয়েন্স বিতরণ এবং অন্যান্য সরকারি প্রকল্প সম্পর্কিত কাজ চলবে।

তবে ৩১ মার্চ ও ১ এপ্রিল, দুটি দিনেই ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে, তবে অনলাইন ব্যাংকিং পরিষেবা চালু থাকবে। ১ এপ্রিল, নতুন অর্থবর্ষের (২০২৫-’২৬) প্রথম দিনে অধিকাংশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে মেঘালয়, ছত্তিসগড়, মিজোরাম, পশ্চিমবঙ্গ ও হিমাচল প্রদেশে ব্যাঙ্ক খোলা থাকবে, কারণ সেসব জায়গায় বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজিংয়ের কাজ চলে।

বিকিনি পরা ছাড়াও সৈকতে আবেদনময়ী হওয়া যায়, ফ্যাশনে এসেছে নতুন ট্রেন্ড!

এছাড়াও, ফেব্রুয়ারিতে কিছুদিন ব্যাঙ্কে ছুটি থাকবে বিভিন্ন আঞ্চলিক উৎসবের কারণে। ১৫ ফেব্রুয়ারি, ইম্ফলে ব্যাঙ্ককর্মীদের ছুটি থাকবে, ১৯ ফেব্রুয়ারি, মুম্বই, নাগপুর এবং বেলাপুরে ছত্রপতি শিবাজী জয়ন্তী উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০ ফেব্রুয়ারি আইজল ও ইটানগরে স্টেট হুড ডে উপলক্ষ্যে ছুটি থাকবে। ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষ্যে দেশে বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে, যেমন আমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কোচি, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, রায়পুর, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরম, এবং সিমলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর